ঘাটালের কিছু এলাকা সহ চন্দ্রকোনা আলু (Potato) চাষের গড় হিসাবে পরিচিত। আলু (Potato) চাষের জন্য আধিক পরিমানে রাসায়নিক সার (Pesticide) প্রয়োজন। আলু (Potato) চাষের শুরুতে রাসায়নিক সারের কালোবাজারির Pesticides are selling in black market) অভিযোগ তুলছেন কৃষকেরা (Farmer) । কৃষকদের অভিযোগ যে রাসায়নিক সার তারা আগে কিনতেন হাজার বারোশো টাকা এখন তাদের ১৬০০,১৭০০ টাকায়। এমনকি রাসায়নিক সারের প্যাকেটে যে দাম লেখা আছে তার থেকেও অধিক মূল্যে নেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে না পাকা বিল। এই ধরনের রাসায়নিক সারের কালোবাজারির অভিযোগ ওঠার পর নড়েচড়ে বসল প্রশাসন ।
advertisement
আরও পড়ুন - Helpline Number: হাওড়া পুরসভার দারুণ পদক্ষেপ, সরাসরি ফোনে জানান সমস্যা, সমাধান হবে দ্রুত
পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipore) জেলার চন্দ্রকোনা বিভিন্ন এলাকায় ব্লক প্রশাসনের উদ্যোগে রাসায়নিক সারের (Pesticide) বিক্রেতাদের দোকানে গিয়ে হানা দিল প্রশাসনে আধিকারিকরা। স্টক রেজিস্টার থেকে শুরু করে দাম সমস্ত কিছু খতিয়ে দেখেন তারা। এমনকি অতিরিক্ত দাম নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা ।
আর এদিকে আলু (Potato) চাষের মরশুম আলুতে লাভ হবে না ক্ষতি তা জানেনা চাষিরা, একদিকে আলুর দাম তার উপরে সারের, সবে মিলে চরম সমস্যায় চাষীরা (Farmer) ।
আরও পড়ুন - Explained: বৈদ্যুতিক গাড়ি থেকেই একদিন বাড়িতে বিদ্যুৎ পাওয়া যাবে, এটা কী ভাবে সম্ভব?
সার বিক্রেতাদের দাবি চাহিদামতো রাসায়নিক সার মিলছে না, চড়া দামে সার কিনতে হচ্ছে তাদের তাই বেশি দামে সার বিক্রি করতে হচ্ছে ব্যাবসায়ীদের। এখানেই প্রশ্ন উঠছে সরকারের ভরতুকি দেওয়া সার কি ভাবে বেশি দামে বিক্রি করছেন ব্যাবসায়ীরা।