গত তিন সপ্তাহ ধরে কুকুরটি ছাগলছানা দুটিকে বড় করে তুলেছে। মায়ের কোলে পরম যত্নে আগলে রাখছে সন্তানদের। জানা গিয়েছে, প্রভাত বাউরির বাড়িতে থাকা কুকুরটি কিছুদিন আগে সন্তান প্রসব করে, কিন্তু ছানাগুলি মারা যায়। আবার ওই একই বাড়িতে থাকা একটি ছাগলও একই সময় দুটি সন্তান প্রসব করে। কিন্তু ভাগ্যের পরিহাসে ওই ছাগলটি দুর্ঘটনায় প্রাণ হারায়। তারপর থেকেই মাতৃহীন ছাগল ছানা দুটিকে বড় করে তুলছে সন্তানহীন সারমেয়টি।
advertisement
অন্যদিকে, প্রিয় পোষ্যর মৃত্যু বার্ষিকী পালন করল চন্দননগরের ঘোষ দস্তিদার পরিবার। আমন্ত্রিত ছিল শতাধিক পথ কুকুর৷ তাদের জন্য মাংস ভাতের আয়োজন করা হয়েছিল৷ নিজেদের বাড়ির ছেলের মতো লালন পালন করেছিলেন তাদের সারমেয়দের।তারা মারা যাবার পরও পরিবারের সদস্যের অন্তিম ক্রিয়া-কলাপ এবং বাৎসরিক ক্রিয়ার মতো করেই পালন করলেন বাড়ির পোষা কুকুরদের মৃত্যুবার্ষিকী।
Nayan Ghosh