TRENDING:

তৃণমূল-বিজেপির একে অপরকে 'চোর চোর' স্লোগান! ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙা ঘিরে পানাগড়ে বিক্ষোভ, সামাল দিতে হিমশিম খেল পুলিশ

Last Updated:

TMC and BJP: পানাগড় বাজারে চৌমাথা মোড়ে তৃণমূলের প্রতিবাদ সভায় সামনে দিয়ে বিজেপির প্রতিবাদ মিছিল পার হওয়ার সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় 'চোর' স্লোগান। দুই দলের কর্মী সমর্থকেরাই একে অন্যকে 'চোর চোর' বলে গলা ফাটান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানাগড়, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তী: বিজেপি এবং তৃণমূলের কর্মীদের একে অপরকে চোর স্লোগান ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার পানাগড় বাজারে। উত্তেজিত দুই পক্ষকে সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকেও।
তৃণমূল এবং বিজেপি কর্মীদের একে অপরকে চোর স্লোগান
তৃণমূল এবং বিজেপি কর্মীদের একে অপরকে চোর স্লোগান
advertisement

আরও পড়ুনঃ ঘুরছে না ফ্যান! গরমে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা, বাধ্য হয়ে যা কাণ্ড ঘটালেন শিক্ষক-শিক্ষিকারা, ছুটে এল পুলিশ

সোমবার কলকাতার মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙে সেনাবাহিনী। এই ঘটনার প্রতিবাদে পানাগড় বাজারে তৃণমূল কর্মীরা প্রতিবাদ মিছিলে সামিল হন। অন্যদিকে ভারতীয় সেনাকে অপমান করার প্রতিবাদে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে বিজেপি। পানাগড় বাজারে চৌমাথা মোড়ে তৃণমূলের প্রতিবাদ সভায় সামনে দিয়ে বিজেপির প্রতিবাদ মিছিল পার হওয়ার সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় ‘চোর’ স্লোগান। দুই দলের কর্মী সমর্থকেরাই একে অন্যকে ‘চোর চোর’ বলে গলা ফাটান।

advertisement

আরও পড়ুনঃ দিনেদুপুরে সোনার দোকানে দুঃসাহসিক কাণ্ড! দোকানদারের সামনে থেকে লক্ষাধিক টাকার গয়না লুঠ, কীভাবে এমন অসম্ভবকে সম্ভব করল চোরের দল?

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

বিজেপি ‘ভারত মাতা’ স্লোগানও দিতে শুরু করে। যার প্রত্যুত্তরে তৃণমূল ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। স্লোগান, পাল্টা স্লোগানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় চৌমাথা মোড়ে। পরিস্থিতি আন্দাজ করে আগে থেকেই কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল এলাকায়। এদিন দুই পক্ষকে সামাল দিতে পুলিশকে রীতিমত হিমশিম খেতে হয়। কাঁকসা থানার পুলিশ কোনভাবে দুই পক্ষকে থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তৃণমূল-বিজেপির একে অপরকে 'চোর চোর' স্লোগান! ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙা ঘিরে পানাগড়ে বিক্ষোভ, সামাল দিতে হিমশিম খেল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল