সোমবার কলকাতার মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙে সেনাবাহিনী। এই ঘটনার প্রতিবাদে পানাগড় বাজারে তৃণমূল কর্মীরা প্রতিবাদ মিছিলে সামিল হন। অন্যদিকে ভারতীয় সেনাকে অপমান করার প্রতিবাদে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে বিজেপি। পানাগড় বাজারে চৌমাথা মোড়ে তৃণমূলের প্রতিবাদ সভায় সামনে দিয়ে বিজেপির প্রতিবাদ মিছিল পার হওয়ার সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় ‘চোর’ স্লোগান। দুই দলের কর্মী সমর্থকেরাই একে অন্যকে ‘চোর চোর’ বলে গলা ফাটান।
advertisement
বিজেপি ‘ভারত মাতা’ স্লোগানও দিতে শুরু করে। যার প্রত্যুত্তরে তৃণমূল ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। স্লোগান, পাল্টা স্লোগানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় চৌমাথা মোড়ে। পরিস্থিতি আন্দাজ করে আগে থেকেই কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল এলাকায়। এদিন দুই পক্ষকে সামাল দিতে পুলিশকে রীতিমত হিমশিম খেতে হয়। কাঁকসা থানার পুলিশ কোনভাবে দুই পক্ষকে থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
