বিক্ষোভকারীদের অভিযোগ, দিদির সুরক্ষাকবচ কর্মসূচি নিয়ে বিধায়ক পান্নালাল হালদার স্থানীয় দলীয় নেতৃত্বের সাথে পক্ষপাতিত্ব করছেন। দলের শীর্ষ নেতৃত্ব যেখানে জানিয়েছেন, দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে এলাকার সমস্ত নেতৃত্বদের সঙ্গে নিয়েই করতে হবে, সেখানে বিধায়ক শুধুমাত্র তার পছন্দের কয়েকজন নেতৃত্বকে নিয়েই এই কর্মসূচি সারছেন।
আরও পড়ুন: বারাণসী থেকে শুরু, দেখা যাবে দক্ষিণেশ্বর, বেলুড় এমনকী ঢাকাও! আজ যাত্রা শুরু গঙ্গাবিলাসের
advertisement
এরই প্রতিবাদে শুক্রবার ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক পান্নালাল হালদারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন দলীয় কর্মীরা। অন্যদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ।
আরও পড়ুন: কবে শেষ হবে ফারাক্কা দ্বিতীয় সেতুর কাজ? 'পরিদর্শন' করে দিনক্ষণ ঘোষণা কেন্দ্রীয়মন্ত্রীর!
অন্যদিকে, নিজের বাড়ি ঘেরাও এর ঘটনায় বিধায়ক বলেন, ''দলের পতাকা নিয়ে যারা আমার বাড়িতে এসেছে তারা কারা আমি চিনি না। যদি আমার দলের কর্মীরা হতো তাহলে আমাকে বিষয়টি জানা তো। কেউ বা কারা আমাকে পরিকল্পনা করে কালিমালিপ্ত করতে চাইছে।''