পেশায় একজন কেবল অপারেটর পার্থ দে। তাঁর শখ গাছ লাগানো। হরেক রকম ফলের গাছ করেছেন নিজের বাড়ির বাগানে। নিজে আম খেতে ভালোবাসেন বলে দেশ-বিদেশের ২৫ রকমের আম গাছ বসিয়েছেন তিনি। গত পাঁচ বছর ধরে তাঁর বাগানে ফলছে মিয়াজাকি, আমেরিকান কেন্ট, চ্যাং মাই, বুনাই কিং, ইয়োলো আইভরি, ব্যানানা ম্যাঙ্গোর মত দুষ্পাপ্য সব আম। ভিয়েতনামের লাল কাঁঠাল, আতা, সবেদার মত ফল গাছও রয়েছে।
advertisement
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে দেরি, ধানের চাষ শুরুই করতে পারছেন না কৃষকরা
এমন উদ্যোগ প্রসঙ্গে পার্থ বলেন, আজকাল সর্বত্র গাছ কেটে ফেলা হচ্ছে দেখতে পাই। তাই গাছ লাগানোর সংকল্প করেছি। ফল খাওয়াও হল আবার গাছও হল। তাতে মানুষের উপকারই হবে। পার্থ জানান, লক্ষাধিক টাকার ফলের চারা কিনে বসিয়েছেন। সার খোল দিয়ে গাছের পরিচর্যা করেন।এবার সব জায়গায়তেই আমের ফলন কম। তাঁর বাগানেও আম ফলেছে, তবে কম। থাইল্যান্ডের একটি প্রজাতির আম রয়েছে যা সারা বছর ফলে
রাহী হালদার