স্থানীয় বাসিন্দারা জানান, চুঁচুড়া হাসপাতাল রোড জনবহুল এলাকা। এখানে সামনের গলিতে আখনবাজার চন্ডী বাবু লেনের পাশে একটি পুরনো বাড়ি রয়েছে। তার নীচে একটি লন্ড্রি দোকান আছে। দীর্ঘদিন ধরেই বাড়িটির ভগ্ন দশায় পড়ে রয়েছে।একাংশে একজন ভাড়াটে থাকেন। বাকি দোতলা বাড়ির পুরোটাই পরিত্যক্ত।
আরও পড়ুনঃ রাত বাড়লেই শুরু হয়…! অতিষ্ট ব্যবসায়ী-এলাকাবাসী, আমডাঙা-কাঁকিনাড়া রোড অবরোধ করে বিক্ষোভ
advertisement
যে কোনও সময় বাড়ি ভেঙে পড়তে পারে এই আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা পুরসভাকে জানিয়েছিলেন। কিন্তু পুরসভা থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। আজ সকালে বাড়ি ভেঙে পড়ার পর ঘটনাস্থলে আসেন স্থানীয় ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকার। সেই সঙ্গেই আসে চুঁচুড়া থানার পুলিশ, ট্রাফিক। গার্ডরেল দিয়ে রাস্তা ঘিরে দেওয়া হয়।
কাউন্সিলর জানান, বাড়ির মালিককে নোটিশ করে বাড়ির বাকি অংশ ভেঙে ফেলতে বলা হবে। স্থানীয়দের আশঙ্কা, বাকি অংশ দ্রুত ভেঙে না ফেললে বড় কোনও বিপদ হতে পারে। বৃষ্টির জলে পুরনো বাড়ির দেওয়াল দুর্বল হয়ে পড়েছে। সেই কারণে আজ আচমকা ভেঙে পড়ে দোতলা বাড়ির একাংশ।