TRENDING:

সদ্যোজাত শিশু কন্যাকে খুন করলেন খোদ বাবা-মা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# জয়নগর: যেখানে একদিকে 'বেটি পড়াও বেটি বাঁচাও'-র স্লোগান উঠছে, যেখানে মহিলা পাড়ি দিচ্ছে মঙ্গল গ্রহে, সেখানে আজও কিন্তু প্রকাশ্যে আসছে কন্যা সন্তান হত্যার ঘটনা! আর সম্প্রতি যে ঘটনাটি সামনে এল, তাতে শিউড়ে উঠতে হয়। খোদ বাবা-মা খুন করলেন তাঁদের সদ্যোজাত শিশু কন্যাকে। নক্কারজনক ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতের উত্তর কালিকাপুরের নতুন পল্লীতে।
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অঞ্চলের বাসিন্দা সঞ্জয় মন্ডল। তিনি একটি কন্যা সন্তানের বাবা। গত ১৫ দিন আগে তাঁর স্ত্রী আরেকটি কন্যা সন্তানের জন্ম দেন। এলাকাবাসীরা জানান, সদ্যোজাত ওই শিশুটিকে একপ্রকার মেরে ফেলেছেন এই দম্পতি। তাঁদের অভিযোগ, দ্বিতীয়বার কন্যা সন্তান জন্মানোয় খুশি ছিলেন না সঞ্জয়বাবু ও তাঁর স্ত্রী। জন্মের পর তিন দিন শিশুটি অসুস্থ ছিল, কিন্তু তার কোনও চিকিৎসা করাননি বাবা-মা। অবশেষে, কঠিন অসুস্থ হয়ে বাড়িতেই মারা যায় শিশুটি। এরপরও ওই দম্পতি পাড়া-প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের কিছু না জানিয়ে, একটি ব্যাগে মৃত শিশুটিকে ভরে, খালের পাড়ে কবর দিয়ে দেন।

advertisement

এরপর, স্থানীয় বাসিন্দারাই জয়নগর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, ওই দম্পতি বাড়ি ছেড়ে অনয় কোথাও গা-ঢাকা এন। পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করার পর, পুলিশ খালের ধার থেকে ওই কবর খুঁড়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পদ্মহাট হাসপাতালে নিয়ে যায়।

পুলিশের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠাবে এবং ময়নাতদন্তের পরই পুরো বিষয়টি পরিষ্কার হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন-চাহিদা বাড়ছে মাটির প্রদীপের ! অন্ধকার থেকে আলোয় ফেরার আশায় মৃৎশিল্পীরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সদ্যোজাত শিশু কন্যাকে খুন করলেন খোদ বাবা-মা