আরও পড়ুন: সরকারি স্কুলে অঙ্কের ক্লাস নেন প্রাইভেট শিক্ষক! পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের হরিসভা পাড়াতে এই কাগজের মুখোশ শিল্পী রয়েছেন। মুখোশ তৈরির ছাঁচ, রং, তুলি সবই রয়েছে। তবে এখন আর মুখোশ তৈরি হয় না। এই প্রসঙ্গে শিল্পী দীপঙ্কর দাস বলেন, প্লাস্টিকের মুখোশের দাম কম। কিন্তু কাগজের মুখোশের দাম কিছুটা বেশি হওয়ায় আর চাহিদা নেই। সেভাবে বিক্রিও হয় না। কাঁচামালের দাম বেশি হওয়ায় প্লাস্টিকের মুখোশের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দেওয়া যায় না বলে জানিয়েছেন তিনি। প্লাস্টিকের জন্য কাগজের মুখোশের বাজার পুরো শেষ হয়ে গিয়েছে।
advertisement
ময়দা, কাগজ, রং ছাড়াও আরও বেশ কিছু জিনিসের সহযোগে তৈরি করতেন বিভিন্ন ধরনের কাগজের মুখোশ। এককথায় মুখোশ তৈরির জন্য প্রায় সবসময় ব্যস্ততা থাকত তুঙ্গে। কিন্তু এখন পুরানো শিল্প প্রায় শেষ হয়ে গিয়েছে। বন্ধ হয়েছে কাগজের মুখোশ তৈরির কাজ। আরও এক পুরনো শিল্প প্রতিযোগিতায় পাল্লা দিতে না পেরে প্লাস্টিকের দাপটে প্রায় মুছে যাওয়ার পথে।
বনোয়ারীলাল চৌধুরী