এদিন সকালে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে প্রথমে এই অর্ধনগ্ন মৃতদেহ দেখতে পান। তারপরই জানাজানি হতে শোরগোল পড়ে এলাকায়। খবর দেওয়া হয় পাঁশকুড়া থানায়। ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ। ওই যুবকের দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, যুবকের শরীরে ছিল লাল রঙের ফুল হাতা টি-শার্ট ও ছাই রঙের জিন্সের প্যান্ট, জিন্স প্যান্টের ভেতরে দুটি অন্তর্বাস পরা ছিল।
advertisement
আরও পড়ুন : মাছ চুরি করতে গিয়ে সব শেষ! ভেড়িতে প্রৌঢ়ের সঙ্গে যা হল…! শুনলে শিউড়ে উঠবেন
এই ঘটনার পর অজ্ঞাত পরিচয় মাঝ বয়সী মৃতদেহ উদ্ধার হওয়ার জায়গা ঘিরে দেওয়া হয় পুলিশের তরফ থেকে। এদিন সকালে এই অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা জানান, ওই অজ্ঞাত পরিচয় যুবকের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ বা কারা খুন করে হয়ত দেহ ফেলে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের আরও অনুমান, রাতের অন্ধকারে দুষ্কৃতিরা এই কাজ করেছে।
আরও পড়ুন : আচমকা ধাক্কা, ছিটকে গেলেন দুজনেই! হেলমেটও রক্ষা করতে পারল না
এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাঁশকুড়ার জানাবাড় এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামে। পাঁশকুড়া থানা সূত্রে জানা যায়, ১৬ নম্বর জাতীয় সড়কের খড়গপুর গামী লেনে জাতীয় সড়কের কুড়ি ফুট দূরে এই মাঝ বয়সী অজ্ঞাত পরিচয় দেহ দেখতে পায় স্থানীয়রা। পরনে ছিল লাল রঙের ফুল হাতা গেঞ্জি ও ছাই রঙের জিন্স প্যান্ট। ঘাড়ে ও দেহের অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মাঝ বয়সী অজ্ঞাত পরিচয় দেহের মুখে রয়েছে কাঁচা পাকা দাড়ি। পুলিশের অনুমান এটি একটি খুনের ঘটনা। কেউ বা কারা খুন করে ফেলে গিয়েছে। পুরো ঘটনায় পুলিশ স্বতঃস্ফূর্ত মামলা রুজু করেছে। পুরো ঘটনার তদন্ত চলছে। এখনও অজ্ঞাত পরিচয় মৃত মাঝ বয়সী ব্যক্তির পরিচয় জানা যায়নি।