TRENDING:

অজানা পোকার আতঙ্ক বীরভূমে ! নিমেষে খেয়ে ফেলছে গাছের পাতা ! চিন্তায় কৃষকরা !

Last Updated:

পোকা মুহূর্তের মধ্যে খেয়ে নিচ্ছে গাছের পাতা। প্রায় ৫ থেকে ১০ হাজার পোকার আক্রমণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: অজানা পোকার আতঙ্ক বীরভূমের সদাইপুর থানা এলাকা সাহাপুর গ্রামে। সাহাপুর গ্রাম পঞ্চায়েতের পিছনে থাকা ছোট জঙ্গলে প্রচুর ছোট ছোট পোকা দেখা দিয়েছে। পোকা মুহূর্তের মধ্যে খেয়ে নিচ্ছে গাছের পাতা। প্রায় ৫ থেকে ১০ হাজার পোকার আক্রমণ। গ্রামবাসীদের বক্তব্য এগুলি আসলে পঙ্গপাল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে বনদফতরের কর্মীরা।
advertisement

সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে পড়েছে গ্রামের কৃষকরা। তার কারণ এখনও মাঠে রয়েছে ধান সেই ধান আস্তে আস্তে তোলা হচ্ছে মাঠ থেকে।  যদি কোনও কারণে এই পোকা সত্যি সত্যিই পঙ্গপাল হয়, তাহলে ফসলের প্রচুর ক্ষতি হবে। তবে এই পোকা গুলো দেখতে অনেকটা পঙ্গপালের মতই। যে যে গাছে বসছে সেই গাছের পাতা নিমেষের মধ্যে খেয়ে শেষ করে দিচ্ছে। পোকা দেখতে ভিড় জমেছিল সাহাপুর গ্রাম পঞ্চায়েতের পিছনের ছোট এই জঙ্গলে। স্থানীয় গ্রামবাসীরা সমস্ত ঘটনার কথা জানিয়েছেন বনদফতরকে। বীরভূম জেলা প্রশাসন ও সমস্ত ঘটনার খোঁজখবর নিচ্ছে কৃষি দফতরের কাছে। পঙ্গপাল হলে কিভাবে এর মোকাবেলা করা যাবে বা  যে সমস্ত ধান রয়েছে, সেসব ধানে কি কি ওষুধ দেওয়া হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

SUPRATIM DAS

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অজানা পোকার আতঙ্ক বীরভূমে ! নিমেষে খেয়ে ফেলছে গাছের পাতা ! চিন্তায় কৃষকরা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল