TRENDING:

Panchayat election results 2023: সিপিএমের টিকিটে জয়, গণনা কেন্দ্র থেকে বেরিয়েই তৃণমূলে! কালনায় মিলে গেল মমতার ভবিষ্যদ্বাণী

Last Updated:

পূর্ব বর্ধমানের কালনা-১ ব্লকের কাঁকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর আসন থেকে জয়ী হন সিপিএম প্রার্থী গীতা হাঁসদা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবকুমার রায়, কালনা: পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বিরোধী প্রার্থীরা ভোটে জিতলেও তারা তৃণমূলে চলে আসবেন৷ ভোটের ফল বেরোতে না বেরোতেই দেখা গেল, মুখ্যমন্ত্রীর সেই পূর্বাভাসই মিলে গেল৷
গণনা কেন্দ্রেই দলবদল সিপিএম প্রার্থী গীতা হাঁসদার৷
গণনা কেন্দ্রেই দলবদল সিপিএম প্রার্থী গীতা হাঁসদার৷
advertisement

পূর্ব বর্ধমানের কালনা-১ ব্লকের কাঁকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর আসন থেকে জয়ী হন সিপিএম প্রার্থী গীতা হাঁসদা৷ কিন্তু ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসেই তৃণমূলে যোগ দেওয়ার কথা জানান তিনি৷

আরও পড়ুন: নিজের ঘরেই হার আরাবুলের ! অন্যদিকে জিতলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা দাপুটে নেতা দুধকুমার মণ্ডল

advertisement

জানা গিয়েছে, কাঁকুরিয়া গ্রাম পঞ্চায়েতে মোট ১৮টি আসন রয়েছে৷ তার মধ্যে ১৭টি আসনই দখল করেছে তৃণমূল৷ মাত্র একটি আসনেই জয়ী হয় সিপিএম৷ কিন্তু ভোটে জিততে না জিততেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি৷ ফলে ওই গ্রাম পঞ্চায়েতের সবকটা আসনই চলে এল তৃণমূলের দখলে৷

তৃণমূলে যোগদানের পর গীতা হাঁসদা বলেন, ‘আমি তৃণমূলই করতাম৷ একটা কারণে সিপিএমে গিয়েছিলাম৷ তবে কারণটা বলা যাবে না৷ সিপিএম মাত্র একটা আসনে জিতেছে৷ একটা আসন নিয়ে তো পঞ্চায়েতে কিছু করা যাবে না৷ তাই তৃণমূলে ফিরে এলাম৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বেলা একটা পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে গ্রাম পঞ্চায়েতের মোট ২৪১টি আসনে জয় পেয়েছে সিপিএম৷ ফলের নিরিখে অবশ্য বিজেপি-র পরে তৃতীয় স্থানে রয়েছে বামেরা৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat election results 2023: সিপিএমের টিকিটে জয়, গণনা কেন্দ্র থেকে বেরিয়েই তৃণমূলে! কালনায় মিলে গেল মমতার ভবিষ্যদ্বাণী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল