পূর্ব বর্ধমানের কালনা-১ ব্লকের কাঁকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর আসন থেকে জয়ী হন সিপিএম প্রার্থী গীতা হাঁসদা৷ কিন্তু ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসেই তৃণমূলে যোগ দেওয়ার কথা জানান তিনি৷
advertisement
জানা গিয়েছে, কাঁকুরিয়া গ্রাম পঞ্চায়েতে মোট ১৮টি আসন রয়েছে৷ তার মধ্যে ১৭টি আসনই দখল করেছে তৃণমূল৷ মাত্র একটি আসনেই জয়ী হয় সিপিএম৷ কিন্তু ভোটে জিততে না জিততেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি৷ ফলে ওই গ্রাম পঞ্চায়েতের সবকটা আসনই চলে এল তৃণমূলের দখলে৷
তৃণমূলে যোগদানের পর গীতা হাঁসদা বলেন, ‘আমি তৃণমূলই করতাম৷ একটা কারণে সিপিএমে গিয়েছিলাম৷ তবে কারণটা বলা যাবে না৷ সিপিএম মাত্র একটা আসনে জিতেছে৷ একটা আসন নিয়ে তো পঞ্চায়েতে কিছু করা যাবে না৷ তাই তৃণমূলে ফিরে এলাম৷’
বেলা একটা পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে গ্রাম পঞ্চায়েতের মোট ২৪১টি আসনে জয় পেয়েছে সিপিএম৷ ফলের নিরিখে অবশ্য বিজেপি-র পরে তৃতীয় স্থানে রয়েছে বামেরা৷