জয়গোপাল দের অভিযোগ মানকর থেকে তাঁরা একসঙ্গে মহাকালী হাইস্কুলের গণনা কেন্দ্রে যাচ্ছিলেন। রাস্তায় তাঁদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে সিপিআইএমের নির্বাচনী এজেন্টদেরও বুথে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রায় ১০ জন সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের ব্লক নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
advertisement
ভোটগণনার শুরুতেই শুরু অশান্তি। বিক্ষিপ্ত অশান্তিতে পুড়ছে বাংলা।আমডাঙা চন্ডিগড় গ্রাম পঞ্চায়েতের ৫৭ নম্বর বুথের সিপিএম প্রার্থীকে কাউন্টিং সেন্টারের সামনে থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ, মহম্মদ কুতুবউদ্দিনকে কাউন্টিং সেন্টারের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বোদাই গ্রামপঞ্চায়েতের ১৩৯ নম্বর বুথের সিপিএম প্রার্থী বিশ্বজিৎ সামন্তকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অবশ্য় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সকাল থেকে উত্তপ্ত বীরভূমের নানুর। নানুরের সিপিআইএম কাউন্টিং এজেন্টদেরকে ভোটগণনা কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রতিবাদে বাম কর্মী সমর্থকরা রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে।