TRENDING:

Panchayat Election 2023|| CPIM-কংগ্রেস কর্মীদের মনোনয়ন পেশে বাধা, পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই উত্তাল ইসলামপুর

Last Updated:

Panchayat Election 2023 : মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার ইসলামপুরে। অভিযোগ শুক্রবার রানীনগর ১নং ব্লকের সিপিআইএম কর্মীরা ইসলামপুর বিডিও অফিসে মনোনয়ন জমা করতে এলে তৃণমূল কর্মীরা বাধা দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানীনগরঃ মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার ইসলামপুরে। অভিযোগ শুক্রবার রানীনগর ১নং ব্লকের সিপিআইএম কর্মীরা ইসলামপুর বিডিও অফিসে মনোনয়ন জমা করতে এলে তৃণমূল কর্মীরা বাধা দেয়। আর তারপরেই তৃণমূল কর্মীদের রীতিমতো লাঠি নিয়ে তাড়া করে সিপিআইএম কর্মীরা। বিডিও অফিসের সামনে তৃণমূল কর্মীদের অস্থায়ী ছাউনি ভেঙে দেওয়া হয়। বেশ কিছু মোটরবাইক, টেবিল, চেয়ার ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার ইসলামপুরে
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার ইসলামপুরে
advertisement

Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল )  Check LIVE

সামশেরগঞ্জের বিডিও অফিসে মনোনয়ন জমা করতে এসেও মনোময়ন জমা করতে না পারায় বিক্ষোভ দেখায় কংগ্রেস ও সিপিআইএম নেতা কর্মীরা। অভিযোগ মনোময়ন জমা নেওয়ার কোনও প্রস্তুতি না থাকায় সকাল ১০টা থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরুর কথা থাকলেও তা শুরু হয়নি। দীর্ঘসময় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সব দলের নেতা-কর্মীদের। কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠে মনোনয়ন জমা করতে আসা সকলেই।

advertisement

আরও পড়ুনঃ তীব্র দাবদাহে ঘরে ১ মিনিটেই মিলবে সম্পূর্ণ স্বস্তি! কীভাবে জানলে অবাক হবেন

সিপিআইএম নেতা মোদাসসর হোসেন বলেন, “নির্বাচনের নামে প্রহসন চলছে। আমরা সকাল ১০টায় বিডিও অফিসে এসে উপস্থিত হলেও কোনও প্রস্তুতি ছিল না, তাই মনোনয়ন শুরু হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর ডিসিআর দেওয়া শুরু হয়।

advertisement

আরও পড়ুনঃ মাংস, মিষ্টি, চাটনি…এলাহি আয়োজন! বৃষ্টির প্রার্থনায় ধুমধাম করে ব্যাঙের বিয়ে

অন্যদিকে, সুতি ২নং ব্লকের বিডিও অফিসেও প্রথম দিন মনোনয়ন জমা দিতে এসেও জমা না দিতে পারেননি। তাতে ক্ষোভ প্রকাশ করেন বাম কংগ্রেস প্রার্থীরা। সুতি ২নং ব্লকের বিডিও সমীরনকৃষ্ণ মণ্ডল বলেন, “পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা নেওয়ার সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কোনও সমস্যা নেই। প্রত্যেক প্রার্থী ডিসিআর কেটে মনোনয়ন জমা করতে পারছেন।” মনোনয়নের প্রথম দিনেই ফর্ম ও ডিসিআর দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জলঙ্গি বি ডি ও অফিসে। শুক্রবার মনোনয়ন জমা করতে এসে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকেও ফর্ম ডিসিআর না পেয়ে ফিরে যেতে হয় বিজেপি কর্মীদের বলে অভিযোগ। তার জেরে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা কর্মীরা।

advertisement

অন্যদিকে, ফরাক্কা ব্লক অফিসে সময়মতো মনোনয়ন পত্র না এসে পৌঁছানোয় মনোনয়ন জমা না দিতে পারায় ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন দলের প্রার্থীরা। অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের ১৭ ও পঞ্চায়েত সমিতির ৫ প্রার্থী ডিসিআর কাটার পরেও মনোনয়ন জমা করতে পারেনি। সিপিআইএম কর্মী তরুন পাল জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পর ডিসিআর কেটেও মনোনয়ন জমা করতে পারেনি প্রার্থীরা। দুপুর তিন’টের কিছুক্ষন আগে মনোনয়ন পত্র এলেও তিন’টে বেজে যাওয়ায় আর মনোনয়ন জমা নেওয়া হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Pranab Kumar Banerjee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023|| CPIM-কংগ্রেস কর্মীদের মনোনয়ন পেশে বাধা, পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই উত্তাল ইসলামপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল