আহত তৃণমূল কর্মী অময় সরদার ও তাঁর ছেলে বিশ্বজিৎ সরদার। অভিযোগ, বাড়ি থেকে বের হতেই ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় অময় সরদারকে। ওই সময় ছেলে বিশ্বজিৎ বাড়ি ফিরছিলেন, তখন বাবাকে বাঁচাতে গেলে ছেলেকেও ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ।
আরও পড়ুন: ‘আমিও থাকব’, নন্দীগ্রাম নিয়ে বিরাট আশঙ্কা শুভেন্দু অধিকারীর! ষড়যন্ত্রে জুড়লেন মমতার নাম
advertisement
৬-৭ জন সিপিআইএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। আহত অময় ও বিশ্বজিৎ চিৎকার শুরু করলে পরিবার ও এলাকার মানুষরা ছুটে আসে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মীকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কুলতলির জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: বলুন তো বাসের গায়ে চালকের দরজায় কেন পাইলট লেখা থাকে?
আহত অময় সরদারের অভিযোগ, সকালে তাঁর বাড়িতে সিপিআইএম ও বিজেপির কর্মীরা ভোটার স্লিপ দিতে এলে তিনি তা নিতে চাননি। তাঁর কথায়, ‘ভোটার স্লিপ না নেওয়ার আমাকে হুমকি দেয়, সন্ধ্যায় দেখে নেওয়ার। সন্ধ্যায় হঠাৎ করে বাড়িতে এসে হামলা চালায়। ছেলে বাধা দিয়ে গেলে তাকেও মারধর করে।’ যদিও এই ঘটনার অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম।
অর্পণ মণ্ডল