TRENDING:

Panchayat Election 2023 | Abhishek Banerjee: অভিষেকের যেমন কথা-তেমন কাজ! কেশপুরের ২ কেন্দ্রে প্রার্থী ঘোষণায় বিরাট চমক তৃণমূলের

Last Updated:

Panchayat Election 2023 ‍| Abhishek Banerjee: সৎ প্রার্থী তুলে আনার চ্যালেঞ্জ নিয়েছিল তৃণমূল কংগ্রেস। কেশপুরে প্রার্থী ঘোষণা করে চমকে দিল শাসকদল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেশপুর: দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই অবস্থায় সৎ প্রার্থী তুলে আনার চ্যালেঞ্জ নিয়েছিল তৃণমূল কংগ্রেস। চলতি বছরের ৪ ফ্রেব্রুয়ারি কেশপুরে সভা করতে গিয়ে কেমন হবে পঞ্চায়েত প্রার্থী তার উদাহরণ তুলে ধরেছিলেন অভিষেক। মঞ্চে ডেকে নিয়েছিলেন মঞ্জু দলবেরা ও শেখ হসিরুদ্দিনকে৷ এবার তাঁদেরকেই প্রার্থী করে চমকে দিল তৃণমূল কংগ্রেস।
শেখ হসিরুদ্দিন ও মঞ্জু দলবেরাকে নিয়ে অভিষেক
শেখ হসিরুদ্দিন ও মঞ্জু দলবেরাকে নিয়ে অভিষেক
advertisement

শেখ হসিরুদ্দিন ও মঞ্জু দলবেরা দু’জনকে পঞ্চায়েতে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। তাঁদের বাড়ির ছবি, আবাসে টাকা না নেওয়ার কথা তুলে ধরে কেশপুরের মঞ্চ থেকে অভিষেক বলেছিলেন, প্রার্থী কেমন হবে। কেশপুরে সভা করতে গিয়ে অভিষেক বলেছিলেন যা যা, তা মাথায় রেকেই এবার সেই দু’জনকে কেশপুরের কলাগ্রাম ও গোলারে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস।

advertisement

আরও পড়ুন: সময়টা খারাপ যাচ্ছে? সম্প্রতি কোনও উপহার পেয়েছেন? জানুন কোনগুলি কাউকে দিতেও নেই, নিতেও নেই!

মঞ্জু তৃণমূলের পঞ্চায়েত প্রধান ছিলেন। তাঁর স্বামী ১০ বছর ধরে বুথ সভাপতি। অভিজিতের মায়ের নাম উঠেছিল আবাস যোজনায়। কিন্তু পঞ্চায়েত প্রধান মঞ্জু গিয়ে নিজেই তা বাতিল করে দিয়েছিলেন। অর্থাৎ, শাশুড়ির নাম উঠেছিল। বাতিল করে দিয়েছিলেন পঞ্চায়েত প্রধান বৌমা। অভিষেক কেশপুরে হাসিমুদ্দিনের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। অভিষেক তাঁর কাঁধে হাত রেখে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি মঞ্চ থেকে বলেছিলেন, ‘এই ভদ্রলোককে দেখে চোর মনে হয়? দুর্নীতিগ্রস্থ মনে হয়? এই ভদ্রলোক তৃণমূল করেন না। আবাস যোজনার তালিকায় তাঁর নাম এসেছিল। কিন্তু নিজে গিয়ে বলেছেন, আমার দরকার নেই।’

advertisement

.

.

আরও পড়ুন: রাজ্য পুলিশের জন্য বিরাট নির্দেশ! সব ছুটি বাতিল, বড় চ্য়ালেঞ্জের মুখোমুখি উর্দিধারীরা

এই দুজনকেই এবার পঞ্চায়েতে প্রার্থী করে চমকে দিল তৃণমূল কংগ্রেস। শেখ হসিরুদ্দিন কেশপুরের কলাগ্রামের বাসিন্দা৷ তাঁকে কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর আসনে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, মঞ্জু দলবেরা কেশপুরের গলারের বাসিন্দা। তিনিও গলারের দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023 | Abhishek Banerjee: অভিষেকের যেমন কথা-তেমন কাজ! কেশপুরের ২ কেন্দ্রে প্রার্থী ঘোষণায় বিরাট চমক তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল