সাগরদিঘি-খ্যাত মুর্শিদাবাদ জেলায় এবার ভোটের দিন ঘোষণা করতে না করতেই চরম অস্বস্তিতে জোড়াফুল শিবির। শনিবার মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূলের দুর্নীতি, স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান তুলে প্রায় শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে। বিজেপি নেতা রাহুল সিনহার উপস্থিতিতে তাঁরা তুলে নিলেন গেরুয়া পতাকা।
প্রসঙ্গত, গত মে মাসেই শুরু হয়েছে দল-বদল। কোচবিহারের দিনহাটার প্রায় ১৫০ পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে সেই সময়। আবার সে মাসেই আলিপুরদুয়ারে কুমারগ্রাম বিধানসভার কোহিনুর গ্রামপঞ্চায়েতে ৩৫ টি পরিবারের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার খবর সামনে আসে। অন্যদিকে,পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার জুখিয়া অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি শেখ রমজান আলি-সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে আজ।
advertisement
আরও পড়ুন: ধিক্কার পোস্টার… কালো পতাকা…! অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর আগেই উত্তপ্ত ঠাকুরনগর!
তবে এখনই এই নিয়ে উদ্বেগ দেখতে নারাজ রাজ্যের শাসকদল। তবে লাগাতার দলবদলের এই হরে দলবদল চললে তা পঞ্চায়েতের ভোটবাক্সে প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। দায়িত্বে রাজ্য পুলিশ। আগের বারের মতো এবারেও গোটা রাজ্যে এক দফাতেই হতে চলেছে নির্বাচন। অন্যদিকে,কমিশন ঘোষণা করেছে, আগামী ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। তাই জেলায় জেলায় চলছে মনোনয়ন জমা দেওয়ার ঝড়।