TRENDING:

Panchayat Election 2023 ‍| CPIM: পঞ্চায়েতের আগেই খেল দেখাচ্ছে সিপিআইএম! দাসপুরে যা ঘটল, অস্বীকার করছে তৃণমূল

Last Updated:

Panchayat Election 2023 ‍| CPIM: দাসপুরে সিপিএমের দলীয় কার্যালয় থেকে তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিপিএমের জেলা কমিটির নেতা সুনীল অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুকান্ত চক্রবর্তী, দাসপুর: তৃণমূল থেকে সিপিএমে যোগদান। প্রায় ১৫ জন তৃণমূল কর্মী সমর্থক তাঁদের দলে যোগদান করেছে বলে দাবি সিপিএমের। যদিও এই যোগদান মিথ্যা বলে পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের।
তৃণমূল থেকে সিপিআইএম-এ যোগ!
তৃণমূল থেকে সিপিআইএম-এ যোগ!
advertisement

এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসুলপুর এলাকায়। দাসপুরে সিপিএমের দলীয় কার্যালয় থেকে তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিপিএমের জেলা কমিটির নেতা সুনীল অধিকারী। যদিও এই যোগদানের বিষয়কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, তৃণমূল থেকে সিপিএমে যোগদান করেছে এবিষয়ে জানা নেই, এসব মিথ্যা। তবে যে ছেলেটির যোগদানের কথা বলা হচ্ছে সে আইএসএফ করত বলে জানি।

advertisement

আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনায় বিরাট মোড়! CBI-এর জালে ৩! নিয়ে যাওয়া হল অজ্ঞাত স্থানে

পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে সেই মতো তৃতীয় দিনের মনোনয়ন পত্র জমা দেওয়া চলছে রাজনৈতিক দলগুলির। তারই মাঝে দাসপুরে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদানের খবরে রাজনৈতিক তরজার পাশাপাশি শুরু হয়েছে জোর জল্পনা।

advertisement

আরও পড়ুন: ভুলে যান লক্ষ্মীর ভাণ্ডারের ৫০০ টাকা, এবার পাবেন ৮০০ টাকা! নতুন স্কিম সরকারের

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

এদিকে, পঞ্চায়েত নির্বাচনের আগে আগেই শাসক দলে ভাঙন। ভোটের দিন ঘোষণা হতে না হতে একের পর এক জেলা থেকে আসছে দলবদলের খবর। কোথাও শাসকদল থেকে দলে দলে কর্মী সমর্থকরা যোগ দিচ্ছে বিরোধী শিবিরে। কোথাও দেখা যাচ্ছে উল্টো ছবি। এবার ভাঙনের ধাক্কা তৃণমূল শিবিরে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার জুখিয়াতে শাসকদল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন স্থানীয় যুব সভাপতি-সহ একদল কর্মী সমর্থক।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023 ‍| CPIM: পঞ্চায়েতের আগেই খেল দেখাচ্ছে সিপিআইএম! দাসপুরে যা ঘটল, অস্বীকার করছে তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল