এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসুলপুর এলাকায়। দাসপুরে সিপিএমের দলীয় কার্যালয় থেকে তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিপিএমের জেলা কমিটির নেতা সুনীল অধিকারী। যদিও এই যোগদানের বিষয়কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, তৃণমূল থেকে সিপিএমে যোগদান করেছে এবিষয়ে জানা নেই, এসব মিথ্যা। তবে যে ছেলেটির যোগদানের কথা বলা হচ্ছে সে আইএসএফ করত বলে জানি।
advertisement
আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনায় বিরাট মোড়! CBI-এর জালে ৩! নিয়ে যাওয়া হল অজ্ঞাত স্থানে
পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে সেই মতো তৃতীয় দিনের মনোনয়ন পত্র জমা দেওয়া চলছে রাজনৈতিক দলগুলির। তারই মাঝে দাসপুরে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদানের খবরে রাজনৈতিক তরজার পাশাপাশি শুরু হয়েছে জোর জল্পনা।
আরও পড়ুন: ভুলে যান লক্ষ্মীর ভাণ্ডারের ৫০০ টাকা, এবার পাবেন ৮০০ টাকা! নতুন স্কিম সরকারের
এদিকে, পঞ্চায়েত নির্বাচনের আগে আগেই শাসক দলে ভাঙন। ভোটের দিন ঘোষণা হতে না হতে একের পর এক জেলা থেকে আসছে দলবদলের খবর। কোথাও শাসকদল থেকে দলে দলে কর্মী সমর্থকরা যোগ দিচ্ছে বিরোধী শিবিরে। কোথাও দেখা যাচ্ছে উল্টো ছবি। এবার ভাঙনের ধাক্কা তৃণমূল শিবিরে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার জুখিয়াতে শাসকদল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন স্থানীয় যুব সভাপতি-সহ একদল কর্মী সমর্থক।