TRENDING:

Viral Video: ব্যালট বাক্স তুলে নিয়েই দে দৌড়... সোজা পুকুরের জলে! আরামবাগের ভিডিও ভাইরাল! দেখুন

Last Updated:

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট ঘিরে তুলকালাম বাংলায়। একের পর এক চমকে দেওয়া ছবি দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। কোথাও দেদার চলছে ছাপ্পা ভোট তো কোথায় রক্তাক্ত বুথ চত্বর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ: পঞ্চায়েত ভোট ঘিরে তুলকালাম বাংলায়। একের পর এক চমকে দেওয়া ছবি দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। কোথাও দেদার চলছে ছাপ্পা ভোট তো কোথায় রক্তাক্ত বুথ চত্বর। ইতিমধ্যেই গোটা বাংলায় আজ ভোটের বলি ১৩। এরইমধ্যে আরামবাগের ধামসায় এক অন্য ছবি দেখা গেল। ব্যালট বাক্স হাতে দৌড়োলেন একদল মানুষ। পুকুরে ফেলা হল সেই ব্যালট বাক্স। আক্রান্ত হন প্রিসাইডিং অফিসার।
পঞ্চায়েত ভোট ঘিরে তুলকালাম বাংলায়
পঞ্চায়েত ভোট ঘিরে তুলকালাম বাংলায়
advertisement

আরও পড়ুন: লালগোলায় নিহত ভোটার ! সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে মৃত্যু, এখনও পর্যন্ত হিংসার বলি ১৪

আরামবাগের এই বুথে দরজা ভেঙে ব্যালট বাক্স লুট করার অভিযোগ একাংশের বিরুদ্ধে। লুট করে ব্যালট বাক্স ফেলা হল পুকুরে। জল থেকে উদ্ধার দুটি ব্যালট বক্স। পুলিশ গিয়ে দুটি বক্স উদ্ধার করে পুনরায় ভোট কেন্দ্রে নিয়ে যায়। আরামবাগের ধামসা এলাকায় ছাপ্পা দেওয়ার অভিযোগে ব্যালট বাক্স জলে ফেলে দেয় বিজেপি সমর্থকরা। বিজেপির অভিযোগ ১৪১ নং বুথে ঢুকে তৃণমূল কর্মী সমর্থকরা ছাপ্পা দেয়। অভিযোগ অস্বীকার তৃণমূলের। তৃণমূল ও বিজেপি সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

advertisement

অন্যদিকে মালদহের রতুয়ায় ছাপ্পা ভোটের অভিযোগ। অবৈধ জমায়েত হঠাল পুলিশ। ভোট ঘিরে ঘিরে অশান্তি অব্যাহত দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে আর এবার ভোটে জেলায় প্রথম বলি এক। বোমার আঘাতে মৃত্যু আনিসুর অস্তাগারের। বাসন্তীর ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১০৩ নম্বর বুথ ফুল মালঞ্চ প্রাথমিক স্কুলের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী আছে ঘটনাস্থলে। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: লাশের পর লাশ…! রক্তের স্রোত জেলায় জেলায়…! সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল কত?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পঞ্চায়েত ভোটের শুরু থেকেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে৷ এখনও অবধি নির্বাচনের দিনে আট জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। যার মধ্যে অধিকাংশ তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে জানা যাচ্ছে৷ বিরোধীরা যখন লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে, তখন পাল্টা রাজ্যের শাসক দলের তরফে অভিযোগ জানানো হয়েছে বিরোধীদের উদ্দেশ্য নিয়ে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: ব্যালট বাক্স তুলে নিয়েই দে দৌড়... সোজা পুকুরের জলে! আরামবাগের ভিডিও ভাইরাল! দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল