TRENDING:

Panagarh Accident Case: এবার অন্য 'সন্দেহ' হচ্ছে সুতন্দ্রার মায়ের! পানাগড় কাণ্ডে মেয়ের গাড়ির সহযাত্রীদেরও জিজ্ঞাসাবাদের দাবি তনুশ্রীদেবীর

Last Updated:

Panagarh Accident Case: তিনি বলেন, ''আমি সিসিটিভি ফুটেজে দেখলাম সাদা গাড়িটা আগে যাচ্ছে, পিছনে আমাদের গাড়িটা খুব জোরে যাচ্ছে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দননগর: শেষমেশ পুলিশের তদন্তের উপর ভরসা করছেন পানাগড় কাণ্ডে মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা। এখন সন্দেহের তালিকায় রাখছেন সেদিন সুতন্দ্রার গাড়ির চালক ও গাড়িতে সঙ্গে থাকা বন্ধুদেরও। মৃত তরুণীর মা তনুশ্রী চট্টোপাধ্যায় বলেন, ”কিছু একটা গোপন করা হচ্ছে। কে করছে, কেন করেছে, বলতে পারব না। আমি কনফিউজড।”
পানাগড় কাণ্ডে নয়া মোড়!
পানাগড় কাণ্ডে নয়া মোড়!
advertisement

সুতন্দ্রার মা তনুশ্রীদেবী আজ বলেন, ”আমরা সিসিটিভি ফুটেজে যা দেখছি, তাতে বলছি সাদা গাড়ি হোক নীল গাড়ি হোক, আমাদের গাড়ি হোক বা যেই অপরাধী হোক, তার ঠিক ঠিক তদন্ত করে তার শাস্তির ব্যবস্থা করা হোক।”

তিনি বলেন, ”আমি সিসিটিভি ফুটেজে দেখলাম সাদা গাড়িটা আগে যাচ্ছে, পিছনে আমাদের গাড়িটা খুব জোরে যাচ্ছে। আমার প্রশ্ন এত জোরে কেন চালাচ্ছিল? ও তো দাঁড়িয়ে যেতে পারত। গাড়িতে যারা ছিল, তারা কেন ড্রাইভারকে বলেনি এত জোরে না চালাতে। তদন্তের স্বার্থে মেয়ের গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করুক পুলিশ।”

advertisement

কন্যাহারা মায়ের আক্ষেপ, ”আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। কে আসল দোষী সেটা পুলিশ তদন্ত করুক। যে গাড়ির লোকই দোষী হোক তদন্ত করে, পুলিশ বের করুক।” প্রসঙ্গত, ঘটনার দিন সুতন্দ্রার গাড়ি চালাচ্ছিল রাজদেও শর্মা। সুতন্দ্রার সঙ্গে গাড়িতে ছিলেন মন্টু ঘোষ, মিন্টু মণ্ডল, প্রদীপ দত্ত।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

—-রানা কর্মকার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panagarh Accident Case: এবার অন্য 'সন্দেহ' হচ্ছে সুতন্দ্রার মায়ের! পানাগড় কাণ্ডে মেয়ের গাড়ির সহযাত্রীদেরও জিজ্ঞাসাবাদের দাবি তনুশ্রীদেবীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল