সুতন্দ্রার মা তনুশ্রীদেবী আজ বলেন, ”আমরা সিসিটিভি ফুটেজে যা দেখছি, তাতে বলছি সাদা গাড়ি হোক নীল গাড়ি হোক, আমাদের গাড়ি হোক বা যেই অপরাধী হোক, তার ঠিক ঠিক তদন্ত করে তার শাস্তির ব্যবস্থা করা হোক।”
তিনি বলেন, ”আমি সিসিটিভি ফুটেজে দেখলাম সাদা গাড়িটা আগে যাচ্ছে, পিছনে আমাদের গাড়িটা খুব জোরে যাচ্ছে। আমার প্রশ্ন এত জোরে কেন চালাচ্ছিল? ও তো দাঁড়িয়ে যেতে পারত। গাড়িতে যারা ছিল, তারা কেন ড্রাইভারকে বলেনি এত জোরে না চালাতে। তদন্তের স্বার্থে মেয়ের গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করুক পুলিশ।”
advertisement
কন্যাহারা মায়ের আক্ষেপ, ”আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। কে আসল দোষী সেটা পুলিশ তদন্ত করুক। যে গাড়ির লোকই দোষী হোক তদন্ত করে, পুলিশ বের করুক।” প্রসঙ্গত, ঘটনার দিন সুতন্দ্রার গাড়ি চালাচ্ছিল রাজদেও শর্মা। সুতন্দ্রার সঙ্গে গাড়িতে ছিলেন মন্টু ঘোষ, মিন্টু মণ্ডল, প্রদীপ দত্ত।
—-রানা কর্মকার