আরও পড়ুন: সরকারি হাসপাতালে দালাল চক্রের মাথাচাড়া
এই জেলায় এক ফসলী চাষের ক্ষেত্রেও নানান সমস্যার সম্মুখীন হতে হয় চাষিদের। এই বছর বৃষ্টির পরিমাণ কম থাকার কারণে ধান চাষ অনেকখানি কম হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। তবে এখন বৃষ্টির পরিমাণ আবার বৃদ্ধি পাওয়ায় ধান চাষ শুরু করেছেন এখানকার কৃষকরা।
এই বিষয়ে এক চাষি জানিয়েছেন, দীর্ঘ অপেক্ষার পর এই বছর প্রথম ধান চাষ শুরু করলেন। বৃষ্টি দেরিতে হওয়ার কারণে তাঁদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। যে সমস্ত জমিগুলি পড়েছিল সেগুলোতেই তাঁরা চাষ করতে পারছেন। অনেক চাষি আবার বিকল্প চাষের দিকে ঝুঁকছেন। কিন্তু অনেকেই বলছেন ধান চাষ সঠিকভাবে না হলে আর্থিক সঙ্কটের মুখে পড়তে হবে। তবে আশার খবর এটাই, এই ক্ষেত্রে কৃষি দফতর থেকে সমস্ত প্রকার সহযোগিতা তাঁরা পাচ্ছেন।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2024 6:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paddy Cultivation: দীর্ঘ অপেক্ষার পর জেলায় বৃষ্টি, অবশেষে ধান চাষ শুরু কৃষকদের