TRENDING:

ওভার ব্রিজ তৈরির চারদিনের মধ্যেই উঠে গেল পিচ! রাজনৈতিক তরজা তুঙ্গে

Last Updated:

কোটি কোটি টাকা খরচে তৈরি উড়ালপুলের কঙ্কালসার চিত্র বেরিয়ে আসায় ক্ষুব্ধ এলাকাবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: উদ্বোধনের তিনদিনের মধ্যেই কামারকুন্ডু উড়ালপুলের কঙ্কালসার চিত্র বেরিয়ে পড়ল। উঠে যাচ্ছে পিচের আস্তরণ। প্রশ্ন উঠতে শুরু হয়েছে উড়ালপুলের ভবিষ্যৎ নিয়ে। গত ৩ জুন কামারকুন্ডু রেলগেট এর উপর নির্মিত রেল উড়ালপুল উদ্বোধন করেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের দিন থেকেই শুরু হয়েছিল বিতর্ক। তার সঙ্গে বেড়েছিল রাজনৈতিক তরজাও।
Overbridge pitch cover cracked with 4 days of inaguration in Kamarkundu
Overbridge pitch cover cracked with 4 days of inaguration in Kamarkundu
advertisement

উদ্বোধনের এখনো ৪ দিনও সম্পূর্ণ হয়নি এরই মধ্যে দেখা যাচ্ছে কামারকুন্ডু রেলের উরালপুলের ওপরের পিচ উঠে যাচ্ছে। কয়েকটি জায়গায় পিচ একত্রিত হয়ে গিয়েছে। কোথাও কোথাও আবার ৪-৫ ইঞ্চি করে বসে গেছে। এখনো সেভাবে ভারী যান চলাচল শুরু হয়নি উড়ালপুল দিয়ে। এরমধ্যে পিচ উঠে যাচ্ছে কেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে কামারকুন্ডুর স্থানীয়রা। গরমের জন্য রাস্তার পিচের এই অবস্থা নাকি অন্য কোনও কারণে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রায় এক বছর তৈরি হয়ে পড়েছিল ওই সেতু উদ্বোধনের পরই পিচ উঠে যেতে শুরু হওয়ায় সেতুর মজবুতি কে কাঠগড়ায় তুলেছেন কামারকুন্ডুবাসী।

advertisement

আরও পড়ুন - অক্সিজেনের যোগান ছাড়া গঙ্গায় ৬ ঘণ্টা ডুবে রইলেন চা বিক্রেতা, তারপর...

৪ জুন উড়ালপুল নিয়ে রেলের পক্ষ থেকে হুগলি জেলা শাসককে চিঠি মারফত জানানো হয় রেল ও রাজ্যের যৌথভাবে উড়ালপুল নির্মাণ হয়েছে তাহলে রেলকে ওই দিনের অনুষ্ঠানে আমন্ত্রণ কেন জানানো হয়নি! এ নিয়ে প্রশ্ন তোলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলছ ট্যুইট করে উড়ালপুল নির্মাণের খরচের একটি হিসাব দেন। যেখানে দেখা যাচ্ছে উড়ালপুল নির্মাণের মোট খরচ ৪৪.৮৬ কোটি টাকা। যার মধ্যে কেন্দ্র দিয়েছে ২৬.০৭  কোটি ও রাজ্যের খরচ ১৮.১৬ কোটি।

advertisement

সাধারণ মানুষের সুবিধার্থে তৈরি করা হয়েছে কামারকুন্ডু উড়ালপুলটি। কোটি কোটি টাকা খরচে তৈরি উড়ালপুলের কঙ্কালসার চিত্র বেরিয়ে আসায় ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয় মানুষের প্রশ্ন, যেভাবে উদ্বোধন হতে না হতেই উড়ালপুলের রাস্তার এই অবস্থা দেখা যাচ্ছে তাতে আগামীদিনে এই উড়ালপুল যানবাহন চলাচলের ক্ষেত্রে কতটা সুরক্ষিত হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ওভার ব্রিজ তৈরির চারদিনের মধ্যেই উঠে গেল পিচ! রাজনৈতিক তরজা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল