অক্সিজেনের যোগান ছাড়া গঙ্গায় ৬ ঘণ্টা ডুবে রইলেন চা বিক্রেতা, তারপর...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
India Book of World Record: পেশায় চা বিক্রেতা, কিন্তু গড়ে ফেললেন ‘এই’ অদ্ভুত রেকর্ড
#হাওড়া: ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, হাওড়ার চা বিক্রেতার। শুনতে অবাক হলেও এটাই সত্যি ! বছর ২৩ এর মুকেশ গুপ্তা, পেশায় একজন চা বিক্রেতা। হাওড়া তেলকল ঘাট সংলগ্ন একটি চায়ের দোকান মা ও ছেলে সারাদিন দোকানদারি করে । অভাবী সংসার , গত ৪ বছর আগে কলেজ পড়তে পড়তেই বাবার চায়ের দোকানে বসতে শুরু করে মুকেশ। দিনের বেশিরভাগ সময়ে দোকানেই কেটে যায়।
চরম ব্যস্ততার ফাঁকেই তাকে টানে গঙ্গা! ছোট থেকেই জলের প্রতি আলাদা টান ছিলো মুকেশের। ৭-৮ বৎসর বয়স থেকেই গঙ্গায় স্নান করা শুরু। ধীরে ধীরে দীর্ঘক্ষন সময় কাটানো জলের মধ্যেই। কখনো দীর্ঘক্ষন ডুব বা দীর্ঘ সময় সাঁতার।
আরও পড়ুন - Ind vs SA: থাকছে না বায়ো বাবলের কড়াকড়ি, দিল্লিতে বয়স্কদের বিশেষ সুবিধা, হাউসফুলের পথে ম্যাচ
advertisement
advertisement
ডুবে থাকার অভ্যাস ছোটবেলা থেকেই। সেই অভ্যাসের বসেই 'গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ড'। টানা ছয় ঘন্টা জলের তলায় অক্সিজেন সিলিন্ডার ছাড়াই, শুধুমাত্র একটি সরু নল মুখে নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া। মুকেশ জানায়, ২০২১ সালে অর্থাৎ গত বছর রেকর্ড গড়ার জন্য নমিনেশন পেলেও অর্থের অভাবে তা করে উঠতে পারেনি। টাকা জমাতে একটা বছর সময় লেগে যায়।
advertisement
গত এক মাস আগে সে রেকর্ড গড়ার জন্য আবেদন করে পুনরায় সুযোগ পায়। নির্দিষ্ট দিনে সংস্থার আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত থেকে মুকেশ গুপ্তাকে পুরস্কৃত করেন। মুকেশ জানায় এর আগে তাঁর একাধিক পুরস্কার রয়েছে,তার মধ্যে গতবছর 'ইন্ডিয়া বুক অব রেকর্ড'। সেবার গঙ্গার জলে ১১৫০০ ডুব দিয়ে, ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তোলা। মুকেশের মা সুনিতা দেবী জানান, অভাবী সংসার তবুও ছেলের ইচ্ছা পূরণ করতে তারা সর্বদা ছেলের পাশে।
advertisement
Rakesh Maity
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2022 4:19 PM IST