সামশেরগঞ্জ ও লালগোলার পর এবার বড় ধরণের ভাঙনের কবলে মুর্শিদাবাদের আখেরিগঞ্জ। ভাঙনের জেরে তলিয়ে গেল সীমান্তের বিএসএফ আউটপোস্ট। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙন কবলিত এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙনের জেরে ক্যাম্পের চারপাশের একাধিক এলাকা নদীগর্ভে তলিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি নামেন ইলেকট্রিক বিভাগের কর্মীরা। সনি শেখ ও কুড়ান শেখের নেতৃত্বে ইলেকট্রিক লাইন, পোল, সোলার লাইট-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম দ্রুত খুলে এনে নিরাপদে বিএসএফ ক্যাম্পে রাখা হয়। তারা বিগত চার-পাঁচ বছর ধরে নিষ্ঠার সঙ্গে এই দফতরে কাজ করে আসছেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে তারা সরঞ্জাম উদ্ধার করেন।
advertisement
এদিনের ভাঙনে সীমান্তবর্তী গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাঙনের জেরে বড় অংশ নদীগর্ভে তলিয়ে যাওয়ায় চরম আশঙ্কার মুখে পড়েছেন এলাকাবাসী। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, ভাঙন রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি যে মুহূর্তে অত্যন্ত ভয়াবহ আকার নিয়েছে। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎই সোমবার সকাল থেকেই চোখের সামনে ভাঙন শুরু হয়েছে। আমরা আতঙ্কিত। জিরো পয়েন্টের কাছেই আউটপোস্ট পড়েছিল। আর সেই আউটপোস্ট হঠাৎই তলিয়ে যায়। আমরা এই ঘটনার জেরে আতঙ্কিত।