বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহিতে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘে ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি চলবে এই মেলা। মেলার উদ্যোক্তা ভৈরব সায়নি জানান যে এই মেলায় আটটা রাজ্য থেকে কৃষকরা এসেছেন বীজ নিয়ে।মূলত ঝাড়খন্ড,ওড়িশা,বিহার, মধ্যপ্রদেশ,আসাম, মহারাষ্ট্র এবং হরিয়ানা থেকে এসেছে বীজ। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য থেকেও এসেছেন কৃষকরা যেমন কালিম্পং এবং শিলিগুড়ি থেকেও এসেছেন তারা।
advertisement
আরও পড়ুন : বাঁকুড়ায় তৈরি হচ্ছে হইটেক আলু বীজ, নেই ভাইরাস
মেলার উদ্যোক্তা ভৈরব সাইনি বলেন, ভারতবর্ষকে ঘোষণা করা হয়েছে ডায়াবেটিস এবং ক্যান্সারের রাজধানী বলে! যার মুখ্য কারণ হল ভারতীয়দের নিজেদের সংস্কৃতির বিপরীত গিয়ে অজৈব এবং প্রকৃতি বিমুখ খাদ্যাভাস তৈরি করা। সেই কারণেই হাসপাতালের বিছানায় দারিদ্রতার শিকার হচ্ছেন অধিকাংশ ভারতীয়। জৈব খাদ্যাভাস তৈরি করতে বাঁকুড়ায় বহুদিন ধরে চলছে লড়াই, সেই লড়াইয়ের আরেকটি জ্বলন্ত উদাহরণ হল এই জৈব কৃষি মেলা ২০২৫।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
প্রত্যেকটি স্টল ১০০% জৈব বীজ এবং জৈব পণ্য বিক্রি এবং প্রদর্শন করছেন। রয়েছে ধানের বিভিন্ন বীজ থেকে শুরু করে, সবজির বীজ এবং জৈব পণ্য যেমন মধু, গুড়, পিঠা। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং ভারত বর্ষ মিলিয়ে প্রায় ২০০ জন কৃষক অংশগ্রহণ করেছেন এই মেলায়।
নীলাঞ্জন ব্যানার্জী





