TRENDING:

অর্গানিক মাছ চাষেই ভবিষ্যৎ! বুঝে পেরেই এঁরা যা করলেন...

Last Updated:

অর্গানিক পদ্ধতিতে মূলত জলাশয়েই মাছের খাদ্য উৎপাদনের ব্যবস্থা করা হয়। মাছ ছাড়ার আগে বিশেষ প্রক্রিয়ায় জলাশয়ের মাটিকে প্রস্তুত করা হয়, যাতে সহজে ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটনের বৃদ্ধি ঘটে। এতে মাছ প্রাকৃতিকভাবে খাবার পায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: অর্গানিক মাছ চাষের দিকে ঝুঁকছেন মৎস্য চাষিরা। তারই প্রমাণ পাওয়া গেল এই উপলক্ষে আয়োজিত সরকারি প্রশিক্ষণ শিবিরে। সুন্দরবনের লাগোয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বহু মানুষ মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন। সেই তাঁদের মধ্যেই ক্রমশ অর্গানিক মাছ চাষের প্রবণতা বাড়ছে।
advertisement

বর্তমানে অধিক মুনাফার আশায় অনেকে চাষের জমি থেকে পুকুরের মাছ, সবকিছু চাষেই অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করছেন। কিন্তু সেখানে ব্যাতিক্রমী পথে হেঁটে বসিরহাটের বেশ কিছু চাষি ভরসা রেখেছেন প্রাকৃতিক উপায়ে। তাঁরা বাজারে বিক্রি হওয়া খাবারের ব্যবহার ছেড়ে অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন। আর‌ও দক্ষভাবে এই পদ্ধতিতে মাছ চাষ করার জন্য তাঁরা সরকারি উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ শিবিরগুলিতেও অংশ নিচ্ছেন।

advertisement

আরও পড়ুন: মা টিভি দেখতে পাচ্ছিল না, সেটটপ বক্সে হাত দিতেই ছিটকে পড়ল ছেলে! তারপর…

অর্গানিক পদ্ধতিতে মূলত জলাশয়েই মাছের খাদ্য উৎপাদনের ব্যবস্থা করা হয়। মাছ ছাড়ার আগে বিশেষ প্রক্রিয়ায় জলাশয়ের মাটিকে প্রস্তুত করা হয়, যাতে সহজে ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটনের বৃদ্ধি ঘটে। এতে মাছ প্রাকৃতিকভাবে খাবার পায়। মাছ চাষিদের বক্তব্য, যেমন জমিতে ভাল ফসলের জন্য সার ব্যবহার জরুরি, তেমনই নির্দিষ্ট মাত্রায় জৈব ও অজৈব সার প্রয়োগ করলে জলাশয়ের গুণমান বাড়ে এবং মাছের খাদ্য সরবরাহ স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।

advertisement

View More

হাড়োয়া, হাসনাবাদ ও আন্দুলপোতা এলাকায় ইতিমধ্যেই অর্গানিক মাছ চাষের জন্য চাষিদের বারব প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে স্থানীয় মৎস্যচাষি সাহেব আলি বলেন, মাছ ছাড়ার আগে জলাশয়ের মাটিতে চুন ও খোল মেশানো হলে মাটির গুণমান বৃদ্ধি পায়। এর ফলে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ বাড়ে এবং মাছ দ্রুত বেড়ে ওঠে। এতে বাইরের খাবারের উপর নির্ভরতা অনেকটাই কমে যায়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার সমুদ্রতটে ওগুলো কী...? যেন সবুজ কার্পেটে ঢেকেছে স্নানঘাট, 'ফাঁদে' পড়ছেন পর্যটকরা!
আরও দেখুন

এই পদ্ধতিতে মাছ চাষের ফলে একদিকে মাছের স্বাদ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে উৎপাদন খরচও তুলনামূলকভাবে কমছে। পরিবেশবান্ধব হওয়ায় এর প্রতি আগ্রহী হচ্ছেন আরও অনেক চাষি। বসিরহাটের মাছ চাষিদের দাবি, ভবিষ্যতের টেকসই মৎস্যচাষে অর্গানিক পদ্ধতি বড় দিশা দেখাতে পারে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অর্গানিক মাছ চাষেই ভবিষ্যৎ! বুঝে পেরেই এঁরা যা করলেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল