TRENDING:

New Business Idea: ৬০ হাজার টাকা ভর্তুকি দিচ্ছে সরকার! প্রকল্পের সুবিধা পেতে উদ্যোক্তাদের শুধু করতে হবে ছোট্ট কাজ

Last Updated:

৬০০০০ টাকা পর্যন্ত এমন ভর্তুকি দিচ্ছে নারকেল উন্নয়ন পর্ষদ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: নারকেল উন্নয়ন পর্ষদের সহযোগিতায় জৈব সার উৎপাদন করে লাভবান হওয়ার সুযোগ! কৃষকদের লাভের মুখ দেখাতে নারকেল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে একাধিক লাভজনক প্রকল্প। নারকেল উন্নয়ন পর্ষদের বিভিন্ন প্রকল্পের আওতায় নারকেল চারা গাছ পরিচর্যার পাশাপাশি বড় গাছ পরিচর্যা করতেও লাভজনক প্রকল্প। নারকেলের বীজ রোপন চারা তৈরি থেকে চারা গাছ লাগানোতে খুব সহজ আবেদন প্রক্রিয়ার মাধ্যমে কৃষক অর্থনৈতিক অনুদান পেতে পারে। চারা গাছ লাগানোর পাশাপাশি পুরনো গাছ পরিচর্যার ক্ষেত্রেও নারকেল উন্নয়ন পর্ষদের কৃষক সহায়তা প্রকল্প রয়েছে। এছাড়াও নারকেলের খোসা সেল গাছের বিভিন্ন শুকনো অংশ দিয়ে হাতের কাজ তৈরি করতে নারকেল উন্নয়ন পর্ষদ প্রশিক্ষণ শিবির। এই সমস্ত সুবিধা পেতে অফলাইন ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন গ্রাহক।
advertisement

নারকেল গাছের পরিচর্যায় গাছের খাবার অর্থাৎ জৈব সার উৎপাদন করতে মিলতে পারে কৃষক ভর্তুকি। জমিতে রাসায়নিক সার ব্যবহারের প্রবণতা কমছে। একটানা জমিতে রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির উর্বরতা নষ্ট হয়। সেই দিক থেকে কৃষি জমিতে জৈব সার প্রয়োগের সুবিধা অনেক বেশি। বর্তমান সময়ে কৃষকদের লাভের মুখ দেখাতে সরকারি কৃষি বিভাগের পক্ষ থেকে নানা পরামর্শ ও উন্নত প্রযুক্তি ব্যবহার হচ্ছে কৃষি কাজে। সরকারি সহায়তায় রাসায়নিক সারের পরিবর্তে জমিতে ব্যবহার হচ্ছে জৈব সার। নারকেল গাছ আবাদের ক্ষেত্রেও জৈব সার ব্যবহার। নারকেল চাষে প্রয়োজনীয় জৈব সার উৎপাদন কেন্দ্র বা ভার্মিকম্পোস্ট পিট তৈরি করে লাভবান হতে পারেন কৃষক।

advertisement

আরও পড়ুন: ফিরছে পুরাতন আমল! রেডিমেডকে অতীত করে ফের চাহিদা বাড়ছে এই ধরনের শীতের পোশাকের

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

নারকেল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জৈব সার উৎপাদন তৈরি করে সর্বাধিক ৬০০০০ টাকা পর্যন্ত ভর্তুকি মিলতে পারে। এ প্রসঙ্গে নারকেল উন্নয়ন পর্ষদের আধিকারিক তন্ময় বাউড়ি জানান, “১৫ থেকে ২০ টি নারকেল গাছ আছে এমন উদ্যোক্তা প্রকল্পের আওতায় আসতে পারেন।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Business Idea: ৬০ হাজার টাকা ভর্তুকি দিচ্ছে সরকার! প্রকল্পের সুবিধা পেতে উদ্যোক্তাদের শুধু করতে হবে ছোট্ট কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল