TRENDING:

ONGC: ফের কপাল খুলল বাংলার! রাজ্যের আরও এক জায়গায় মাটির নিচে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল! শুধু খননের অপেক্ষা

Last Updated:

রাজ্যে আরও এক জায়গায় খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডারের সন্ধান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর: বারুইপুরের ভুগর্ভে সঞ্চিত রয়েছে বিপুল পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার। এই সম্ভাবনাকে মাথায় রেখে পরীক্ষামূলকভাবে খনন কাজ শুরু করতে চলেছে ওএনজিসি। ইতিমধ্যেই ওই জায়গায় খনন করার বৃহৎ মেশিন নিয়ে যাওয়ার জন্য রাস্তার কাজও জোরকদমে শুরু হয়েছে। সেই সঙ্গে অফিসারদের থাকার রুম, কনফারেন্স রুম সবই নির্মাণ করার কাজ চলছে।
advertisement

জানা গিয়েছে, বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকায় এই কাজ শুরু হয়েছে। রাস্তা থেকে প্রায় এক কিলোমিটার ভিতরে মাঠে এর কাজ হচ্ছে। তিন বছরের চুক্তির ভিত্তিতে স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে। এর জন্য কৃষকরা দুই লক্ষ টাকা করে পাবেন।

আরও পড়ুন: ৭-৮ বার রিংবাঁধ গড়েও হয়নি লাভ! গোবর্ধনপুরে এখন আতঙ্ক বলতে শুধুই সমুদ্র বাঁধ আর সমুদ্র বাঁধ

advertisement

রিক মেশিন (খননকারী মেশিন) ঢোকার জন্য রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে। ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, মেশিন ঢুকলেই খননকাজ শুরু হয়ে যাবে। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান রিয়া বর্মন বলেন, ওএনজিসি কর্তারা ১০০ শতাংশ আশাবাদী এখানে খনন চালিয়ে মিলবে প্রাকৃতিক গ্যাস ও তেল। এলাকার মানুষজন এই কাজের দিকে তাকিয়ে আছেন। কারণ, অর্থনৈতিক উন্নতি ঘটবে গোটা পঞ্চায়েত এলাকার। এই কাজে এলাকার মানুষজনও খুশি। অনেকেই বলছেন, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস যদি পাওয়া যায় তবে এলাকার উন্নতি সাধন হবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

প্রসঙ্গত, এই বেগমপুর পঞ্চায়েত এলাকার প্রায় বেশিরভাগ মানুষজন বাজি শিল্পের উপরে নির্ভরশীল। নানা আতসবাজি বানিয়েই তাঁদের সংসার চলে। কিন্তু তিন বছর খনন কাজের পরে যদি তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে বিকল্প কর্মসংস্থানের দরজা খুলতে পারে তাঁদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ONGC: ফের কপাল খুলল বাংলার! রাজ্যের আরও এক জায়গায় মাটির নিচে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল! শুধু খননের অপেক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল