পল্লীশিল্প ও হস্তশিল্পের নানা নিদর্শনকে কেন্দ্র করে সজ্জিত হয়েছে প্যান্ডেল ও মণ্ডপ প্রাঙ্গণ। শিল্পীরা জানান, এই থিমের মধ্য দিয়ে বাংলার লোকশিল্প ও কারুশিল্পের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে। অন্যতম ঐতিহ্যবাহী পুজো বাংলা নবারুণ সঙ্ঘের দুর্গাপুজোর উদ্বোধন হল মঙ্গলবার সন্ধ্যায়। এবারের পুজোর শুভ সূচনা নবান্ন থেকে ভার্চুয়ালি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণ্ডপের রং কিছুটা সোনালী সেই কারণে, একটা ‘প্রিমিয়াম লুক’। দর্শনার্থী অঞ্জন মণ্ডল জানান, ‘প্রতিবছরই এই পুজো দুর্দান্ত প্যান্ডেল বানায়। আমরা কলকাতা যেতে পারি না, কিন্তু বাঁকুড়াতে বসেই সেই স্বাদ নিতে পারি।’
advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়ার মহকুমাশাসক শুভম মোর্য, খাতড়া মহকুমার পুলিশ আধিকারিক অভিষেক যাদব, ইন্দপুরের বিডিও সুমন্ত ভৌমিক, বিশিষ্ট সমাজকর্মী রেজাউল খান এবং ক্লাবের কর্তাব্যক্তিরা। ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, শুধুমাত্র সাজসজ্জা নয়, সামাজিক কর্মসূচিতেও গুরুত্ব দেওয়া হবে এবারের দুর্গোৎসবে। ব্যাস তবে আর কী! চুটিয়ে উপভোগ শুরু।





