TRENDING:

বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে ব্যাণ্ডেল থেকে গ্রেফতার এক জেএমবি জঙ্গি

Last Updated:

ফের বড়সড় সাফল্য পেল এসটিএফ ৷ বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে জড়িত এক জেএমবি জঙ্গি হাজিবুল্লাকে গ্রেফতার করল পুলিশ ৷ সোমবার ব্যাণ্ডেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের বড়সড় সাফল্য পেল এসটিএফ ৷ বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে জড়িত এক জেএমবি জঙ্গি হাজিবুল্লাকে গ্রেফতার করল পুলিশ ৷ সোমবার ব্যাণ্ডেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ ৷ ধৃত ব্যক্তিকে আগামী ২৪ জুন অবধি পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত ৷ বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে স্লিপার সেল হিসেবে কাজ করল হাজিবুল্লা ৷
advertisement

বেশ কয়েকদিন ধরেই হুগলির ব্যাণ্ডেলে গা ঢাকা দিয়েছিল হাজিবুল্লা ৷ গোপন সূত্রে সেই খবর পেয়েই অভিযান চালায় পুলিশ ৷ অবশেষে, আজ ব্যাণ্ডেল স্টেশনে জাল পেতে হাজিবুল্লা নামে ওই জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃত জঙ্গি হাজিবুল্লা মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২০১৩ সালের ৭ জুলাই বুদ্ধগয়ায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয় ৷ এই বিস্ফোরণে দু’জন বৌদ্ধ সন্ন্যাসীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয় ৷ গত ১১ মে মামলার শুনানি শেষ হয় ৷ চলতি মাসের শুরুতেই বিস্ফোরণ মামলায় জড়িত পাঁচজনকে যাবজ্জীবনের নির্দেশ দেয় আদালত ৷ এরপরই রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ ৷ এরপরই এই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে ব্যাণ্ডেল থেকে গ্রেফতার এক জেএমবি জঙ্গি