মুর্শিদাবাদ জেলায় খেলা হবে দিবসে ফুটবল খেলার আয়োজন করা হয়। মাঠ কাঁপাতে দেখা যায় বাইচুং ভুটিয়া থেকে ষষ্ঠী দুলেকে। এক ঝাঁক ফুটবলার কে দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। কান্দি একাদশ বনাম ভাইচুং ভুটিয়া একাদশের খেলা হয়। খেলাতে বাইচুং একাদশ কান্দি একাদশ কে ২-১ গোলে পরাজিত করে জয়ী হয়।
advertisement
ভাইচুং ভুটিয়া ভারতের কিংবদন্তি ফুটবলদের একজন। বিশ্বে ভারতীয় ফুটবল দলকে আলাদা পরিচয় দিয়েছেন তিনি। ভাইচুং ভুটিয়া একাদশের হয়ে মাঠে ফুটবল খেলতে দেখা যায় রহিম নবি, মেহেতাব হোসেন, দীপঙ্কর দে, ষষ্ঠী দুলে, সুর্য বিকাশ চক্রবর্তী, অসীম বিশ্বাস, গোলকিপারের ভূমিকায় ছিলেন সংগ্রাম মুখার্জি। অন্যদিকে কান্দি একাদশের ছিল এক ঝাঁক তরুণ ফুটবলার। জয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
এছাড়াও এই খেলায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিনা সুলতানা, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, কান্দি বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি থানার আইসি মৃনাল সিনহা।