TRENDING:

Indian Football: 'ভারত আগামী দিনে অলিম্পিক ফুটবল অংশগ্রহণ করে সোনা জিতবে', আশাবাদী ভাইচুং ভুটিয়া 

Last Updated:

Olympics football: আগামী দিনে ভারত অলিম্পিক্স ফুটবলেও অংশগ্রহণ করবে, মুর্শিদাবাদের মাটিতে ফুটবল খেলতে এসে এই মন্তব্যই করলেন ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: প্যারিস অলিম্পিক্সে ৬টি পদক এসেছে ভারতের ঝুলিতে। তবে আগামী দিনে ভারত অলিম্পিক্স ফুটবলেও অংশগ্রহণ করবে, মুর্শিদাবাদের মাটিতে ফুটবল খেলতে এসে এই মন্তব্যই করলেন ভারতের প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়া। আগামী দিনে অলিম্পিক্সে ফুটবল থেকেও ভারতের স্বর্ণপদক আসবে বলেই আশাবাদী হলেন ভারতীয় প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়া।
advertisement

আরও পড়ুন: টলিউডে মনখারাপ করা খবর! বিয়ে ভাঙল চন্দ্রবিন্দুর অনিন্দ্যর, সমাজমাধ্যমে জানালেন স্ত্রী মধুজা

মুর্শিদাবাদ জেলায় খেলা হবে দিবসে ফুটবল খেলার আয়োজন করা হয়। মাঠ কাঁপাতে দেখা যায় বাইচুং ভুটিয়া থেকে ষষ্ঠী দুলেকে। এক ঝাঁক ফুটবলার কে দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। কান্দি একাদশ বনাম ভাইচুং ভুটিয়া একাদশের খেলা হয়। খেলাতে বাইচুং একাদশ কান্দি একাদশ কে ২-১ গোলে পরাজিত করে জয়ী হয়।

advertisement

আরও পড়ুন: সাপের বিষে প্রাণ যায় বহু প্রাণীর, কিন্তু উটকে খাওয়ানো হয় বিষাক্ত সাপ, কারণ জানলে চমকে উঠবেন

View More

ভাইচুং ভুটিয়া ভারতের কিংবদন্তি ফুটবলদের একজন। বিশ্বে ভারতীয় ফুটবল দলকে আলাদা পরিচয় দিয়েছেন তিনি। ভাইচুং ভুটিয়া একাদশের হয়ে মাঠে ফুটবল খেলতে দেখা যায় রহিম নবি, মেহেতাব হোসেন, দীপঙ্কর দে, ষষ্ঠী দুলে, সুর্য বিকাশ চক্রবর্তী, অসীম বিশ্বাস, গোলকিপারের ভূমিকায় ছিলেন সংগ্রাম মুখার্জি। অন্যদিকে কান্দি একাদশের ছিল এক ঝাঁক তরুণ ফুটবলার। জয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়াও এই খেলায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিনা সুলতানা, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, কান্দি বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি থানার আইসি মৃনাল সিনহা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Football: 'ভারত আগামী দিনে অলিম্পিক ফুটবল অংশগ্রহণ করে সোনা জিতবে', আশাবাদী ভাইচুং ভুটিয়া 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল