স্থানীয় মৎসজীবীরা প্রথমে দেহটি ভাসতে দেখেন। কাছ গিয়ে বুঝতে পারেন মৃতদেহটি পলাশের। কুলতলির বালা হারানিয়া গ্রামে বাড়ি তাঁর। এদিন খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। খবর পাঠানো হয় কুলতলি থানায়।
আরও পড়ুনঃ বাসেও এবার স্মার্ট কার্ড! টিকিট কাটার ঝামেলা এড়াতে বড় উদ্যোগ, কবে থেকে চালু হচ্ছে?
পুলিশ পলাশের মৃতদেহ উদ্ধার করে প্রথমে জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এরপর ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়, শুরু হয়েছে তদন্ত।
advertisement
কুলতলির বালা হারানিয়া গ্রামের বাসিন্দা পলাশের এমন পরিণতির কথা কেউ হয়তো কল্পনাও করেননি! মাছ ধরতে বেরিয়েছিলেন, সন্ধ্যায় পেরিয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় পলাশের বাবা, কাকা ও প্রতিবেশীরা নদীর আশেপাশে খোঁজাখুঁজি করেন। কিন্তু ওই যুবকের কোনও খোঁজ মেলেনি। এরপর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। আজ সকালে সেই যুবকের মৃতদেহ ভেসে উঠল মাতলায়। শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।