জানা যাচ্ছে, ভারতে থাকতে যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য বাংলাদেশের নাম বদলে সঞ্জয় নাম রাখেন এই ব্যক্তি। রামগোপালপুরের গোস্ট মন্ডল ভারতীয় নথি করতে সাহায্য করেন বলে খবর। ১২ হাজার টাকার বিনিময়ে ভারতীয় গোস্ট মন্ডল ভোটার কার্ড তৈরি করেন। উদ্ধার হয়েছে বাংলাদেশের ভোটার কার্ড।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোয় গণেশ বন্দনা! মুর্শিদাবাদে ধুমধাম করে সিদ্ধিদাতার আরাধনা, বাড়ি বসেই দেখুন ছবি
advertisement
জানা গিয়েছে, ২০১৪ সালে উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্ত থেকে ২২০০ টাকার বিনিময়ে নদী পেরিয়ে ভারতে আসেন ওই ব্যক্তি। ২২০০ থেকে ২৫০০ টাকার বিনিময়ে ওই নৌকার প্রায় ২৫ জন ভারতে প্রবেশ করেন। এরপর থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিভিন্ন নামে থাকতে শুরু করেন।
ওই ব্যক্তি বিল্ডার্সের দোকানে কাজ করতেন বলে খবর। সেখান থেকে উপার্জনের টাকা বাংলাদেশিদের মারফত ওপার বাংলায় থাকা মায়ের কাছে পাঠাতেন। তবে এবার বারুইপুরের চম্পাহাটি এলাকা থেকে এই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হল।