আরও পড়ুন: চিংড়িঘাটা আন্ডারপাস না হলে একটি স্টেশনে না থেমেই চলবে কমলা লাইনের কলকাতা মেট্রো
তিনি পেশায় ছিলেন আসানসোল পুরনিগমের সাফাই বিভাগের কর্মী। শুক্রবার রাতের এই ঘটনায় স্থানীয় একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পিছন দিক থেকে অপেক্ষা করছিল একটি বাইকে চেপে দুই দুষ্কৃতী। সৈয়দ পারভেজ বারিক রাস্তা দিয়ে হেঁটে যেতেই তার পাশ দিয়ে একটি বাইক যাচ্ছে হঠাৎ তার পাশেই বাইকটি থামিয়ে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলিকরে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
advertisement
আরও পড়ুন: অযোগ্যদের তালিকা তৈরি করেও শেষ মুহূর্তে পিছিয়ে গেল এসএসসি, কেন দেরি?
সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। ঘটনার খবর পেয়ে তদন্তে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এসিপি (কুলটি) সেখ জাভেদ হোসেন।
এ ঘটনায় পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম ইফতিকার এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এসিপি (কুলটি) সেখ জাভেদ হোসেন বলেন “একজনকে গ্রেফতার করা হয়েছে, খুব তাড়াতাড়ি মূল অভিযুক্তকে গ্রেফতার করা হবে”।






