TRENDING:

Hooghly News: বাড়ির পাশের পুকুরে ঘটে মর্মান্তিক পরিণতি দেড় বছরের শিশুর! শোকের ছায়া পরিবারে 

Last Updated:

Hooghly News: শিশুটিকে বাড়ির পাশের পুকুরে ভাঁসতে দেখে বাড়ির লোকজন। এর পরেই তাকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: মাত্র দেড় বছরের বাচ্চার চরম পরিণতি! বাড়ির পাশের পুকুর থেকে শিশুর দেহ উদ্ধার। পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পুকুরে পরে এই মর্মান্তিক ঘটনা! শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে আরামবাগের রঘুনাথপুর এলাকায়। মৃত শিশুর নাম শুভঙ্কর বাগ।
ঘটনাস্থলের ছবি
ঘটনাস্থলের ছবি
advertisement

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিন সকালে শিশুটি উঠে খাওয়া দাওয়া করে। বাড়ির সকলে নিজের নিজের কাজ শুরু করে। শিশুটির মা ওই পুকুরের ঘাটে জামা কাপড়ও ভিজিয়ে আসে। পরে সেও নিজের কাজ শুরু করে। এর পরে শিশুর খোঁজ পরে মায়ের। অনেক খোঁজা খুঁজির পর শিশুটিকে বাড়ির পাশের পুকুরে ভাঁসতে দেখে বাড়ির লোকজন। এর পরেই তাকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

advertisement

আরও পড়ুন:  ঠাকুরদালানে ৩৫০ বছরের এই দুর্গাপুজো প্রিয় ছিল সত্যজিৎ থেকে উত্তম-সুচিত্রার

পরিবারের একাংশের অনুমান, সকালে তাঁর মা পুকুরে জামাকাপড় ভিজিয়ে আসার পর সকলের অগোচরে শিশুটি সেই ঘাটে নেমে জামাকাপড় নিয়ে খেলা করতে করতে জলে তলিয়ে যায়। আর তাতেই এই দুর্ঘটনা ঘটে।

View More

আরও পড়ুন: বাজেটে কাটছাঁট! বন্যা পীড়িতদের পাশে চুঁচুড়ার এই পুজো কমিটি

advertisement

যদিও শিশুর মায়ের দাবি, তাঁর ছেলে পুকুরে কোনোদিন যেত না। তাঁর পরেও কি করে এই ঘটনা ঘটলতা নিয়ে সংশয় রয়েছে তাঁর মায়ের মনে। জানা গেছে, শিশুর বাবা পেশায় প্যান্ডেল মিস্ত্রি। তাঁর দুটি সন্তান, প্রথম সন্তান মেয়ে এই শিশু তাঁর দ্বিতীয় সন্তান। এবং পরিবারের সব থেকে ছোট সদস্য। আজ তাকে হারিয়ে কান্নায় ভেঙে পরে তাঁর পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ের আসর থেকে পালিয়ে সটান থানায়, বদলে গেল নাবালিকার জীবন
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বাড়ির পাশের পুকুরে ঘটে মর্মান্তিক পরিণতি দেড় বছরের শিশুর! শোকের ছায়া পরিবারে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল