TRENDING:

North 24 Parganas News: স্পটেই খাবারের মান পরীক্ষা! খাদ্য সুরক্ষা দফতরের হাতে অত্যাধুনিক মোবাইল ল্যাব

Last Updated:

মোবাইল ল্যাব গাড়ি পৌঁছে যাচ্ছে বিভিন্ন খেলা, মেলা, হাট-বাজার ও দোকানে। খাবারে অতিরিক্ত রং মেশানো হয়েছে কি না, ক্ষতিকারক কেমিক্যাল রয়েছে কি না, এমনকি ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল সংক্রমণ আছে কি না—সবই পরীক্ষা করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: স্পটেই খাবারের মান পরীক্ষা, খাদ্য সুরক্ষা দফতরের হাতে অত্যাধুনিক মোবাইল ল্যাব। খাবারের ভেজাল রুখতে এবার আরও এক ধাপ এগোল খাদ্য সুরক্ষা দফতর। অত্যাধুনিক যন্ত্রে সজ্জিত বিশেষ গাড়ি বের করা হয়েছে মাঠে, যেখানে স্পটে গিয়েই খাবারের গুণগতমান পরীক্ষা করা সম্ভব হচ্ছে। এই গাড়ির মধ্যেই বসানো রয়েছে একটি সম্পূর্ণ ফুড টেস্টিং ল্যাবরেটরি, যার মাধ্যমে মুহূর্তের মধ্যেই জানা যাচ্ছে খাবারে কোনও ভেজাল আছে কি না।
advertisement

এই মোবাইল ল্যাব গাড়ি পৌঁছে যাচ্ছে বিভিন্ন খেলা, মেলা, হাট-বাজার ও দোকানে। খাবারে অতিরিক্ত রং মেশানো হয়েছে কি না, ক্ষতিকারক কেমিক্যাল রয়েছে কি না, এমনকি ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল সংক্রমণ আছে কি না—সবই পরীক্ষা করা হচ্ছে এই অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে। ফলে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর হচ্ছে নজরদারি।

advertisement

আরও পড়ুন: গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ১৬ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ল! পরীক্ষা কোন মাসে? জানিয়ে দিল SSC

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই পরিষেবা শুধুমাত্র বসিরহাট শহরেই সীমাবদ্ধ নয়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট শহরের পাশাপাশি সুন্দরবন এলাকার প্রত্যন্ত গ্রামীণ বাজার ও দোকানেও এই মোবাইল ল্যাব গাড়ি পৌঁছে গিয়ে খাবারের মান পরীক্ষা করছে খাদ্য সুরক্ষা দফতর।

advertisement

আরও পড়ুন: ডিসেম্বরের শেষেই স্থান বদল শুক্রের! টাকা, প্রোমোশন…সাফল্যের চূড়োয় ৪ রাশি, ‘২৬ সালেও চলবে গোল্ডেন টাইম

এর ফলে আর দোকান বা বাজার থেকে খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ছে না। স্পটেই পরীক্ষা হওয়ায় দ্রুত রিপোর্ট মিলছে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। এতে একদিকে যেমন সময় বাঁচছে, তেমনই ভেজালকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া সহজ হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ের আসর থেকে পালিয়ে সটান থানায়, বদলে গেল নাবালিকার জীবন
আরও দেখুন

খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক অপরাজিতা মজুমদার জানান, এই মোবাইল ফুড টেস্টিং ল্যাব সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই চালু করা হয়েছে। বাজারে বিক্রি হওয়া খাবারের মান নিয়মিত পরীক্ষা করে ভেজাল রুখতেই এই উদ্যোগ। খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিশেষ করে গ্রামীণ ও সুন্দরবন এলাকার বাসিন্দাদের কাছে এটি একটি বড় প্রাপ্তি বলেই মনে করছেন অনেকে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: স্পটেই খাবারের মান পরীক্ষা! খাদ্য সুরক্ষা দফতরের হাতে অত্যাধুনিক মোবাইল ল্যাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল