TRENDING:

Accident:মর্মান্তিক! জামাইষষ্ঠীতে যাচ্ছিলেন দম্পতি, তারপরে যা হল তাঁদের সঙ্গে

Last Updated:

Accident: পুলিশ সূত্রে খবর, উদয়চক বাসস্ট্যান্ডের কাছে সাইকেলকে ধাক্কা মারে তেল ট্যাঙ্কার। সাইকেলে থাকা স্বামী-স্ত্রী ছিটকে পড়ে গুরুতর জখম হয়। অ্যাম্বুল্যন্সে করে তাঁদের তমলুক জেলা হাসপাতলে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেচেদা: জামাইষষ্ঠীর সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্বামী-স্ত্রীর। শ্বাশুড়ির হাতে ফোঁটা নিতে স্ত্রীকে সঙ্গে নিয়েই শ্বশুরবাড়ি যাচ্ছিলেন জামাই গজেন্দ্র মাইতি। সাইকেলে চেপে যাওয়ার পথেই তেল ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হয় তাঁদের৷ ১১৬ জাতীয় সড়ক হলদিয়া মেচেদা রোডে আজ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

আরও পড়ুন TMC: জনভিত্তি কতটা? পারফরম্যান্স দেখে নিতে চাইছে দল 

পুলিশ সূত্রে খবর, উদয়চক বাসস্ট্যান্ডের কাছে সাইকেলকে ধাক্কা মারে তেল ট্যাঙ্কার। সাইকেলে থাকা স্বামী-স্ত্রী ছিটকে পড়ে গুরুতর জখম হয়। অ্যাম্বুল্যন্সে করে তাঁদের তমলুক জেলা হাসপাতলে নিয়ে গেলে দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। প্রথমে পরিচয় জানা না গেলেও পরে পুলিশ তাদের মৃতদের পরিচয় জানতে পেরেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

মৃত ব্যক্তির নাম গজেন্দ্র নাথ মাইতি। বয়স ৫৫ বছর এবং তাঁর স্ত্রী ঝর্ণারানি মাইত। বয়স ৫২ বছর।  বাড়ি তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের সৌয়াদিঘি গ্রামে। ঘটনার শোকের ছায়া এলাকায়৷  জামাইষষ্ঠী খেতে যাবেন বলেই সব পরিকল্পনা করেছিলেন৷ শেষমেষ বাড়ি ফিরল তাঁদের মৃতদেহ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident:মর্মান্তিক! জামাইষষ্ঠীতে যাচ্ছিলেন দম্পতি, তারপরে যা হল তাঁদের সঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল