TRENDING:

'নীলষষ্ঠী'তে কী হয় তারকেশ্বরে? জেনে নিন...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তারকেশ্বর: কথিত আছে যে চৈত্র মাসের শেষের আগের দিন শিব-পার্বতীর বিয়ে হয়েছিল৷ এই কারণে এই দিনটিকে 'নীলষষ্ঠী' বলা হয়। চৈত্র মাসের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তারকেশ্বর মন্দিরে গাজন মেলা। ভক্তরা একমাস ধরে সন্ন্যাস ব্রত পালন করেন। নীলষষ্ঠী উপলক্ষ্যে সকাল থেকে ভীড় রয়েছে তারকেশ্বর মন্দির চত্বরে।
advertisement

কথিত রয়েছে যে মর্তে তারকাসুরকে বধ করার জন্য শিবের ভক্তরা এই সন্ন্যাস ব্রত পালন করেন। একমাস ধরে ভক্তরা সারাদিন উপবাস করার পর রাতে ফলাহার করেন। বান রাজা এই সন্ন্যাস ব্রত প্রচলন করেছিলেন। একমাস ধরে এই ব্রত পালন করার পর চৈত্র মাসের শেষদিনে অর্থাৎ নীল পুজোর দিন এই ব্রত পালন শেষ হয়৷

advertisement

আরও পড়ুন নীলষষ্ঠী উপলক্ষ্যে বাসন্তীর বড় কাছারি মন্দিরে ভক্তদের ভীড়

এইদিনে শিব ঠাকুরের কোনও ভোগ রান্না হয় না। নীলষষ্ঠীর দিন শিব-পার্বতীর যে বিয়ে হয়, তারপরের দিন ছাতু, ছোলা, টক দই ও গ্যাঁজা ভোগ হয়। পয়লা বৈশাখের দিন পায়েস ভোগ হয়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'নীলষষ্ঠী'তে কী হয় তারকেশ্বরে? জেনে নিন...