আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা নেই
সকালে নানা বাদ্যযন্ত্র সহকারে প্রভাতফেরি গোটা কামারপুকুর প্রদক্ষিণ করে। সেখানে সাধু, সন্ন্যাসী-সহ আশেপাশের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। পুজার্চনা, চণ্ডীপাঠ, হোম, রামকৃষ্ণদেবের কথামৃত পাঠ সহ দিনভর নানা কর্মসূচি চলবে। দূরদূরান্তের অগণিত ভক্তরা এদিন কামারপুকুরে শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান এসেছেন। সকাল সাড়ে দশটা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আগামী ১৫ দিন ব্যাপী মেলা চলবে। উৎসব উপলক্ষে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে।
advertisement
আরও পড়ুন: এবার দোল পূর্ণিমায় নবদ্বীপে আসছেন! জেনে নিন প্রশাসনিক বিভিন্ন ব্যবস্থাপনা
এই বিষয়ে কামারপুকুর মিশনের মহারাজ, লোকোত্তরানন্দ মহারাজ বলেন, “একদম ভোরে মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি পালন। দিনভর চলবে বিভিন্ন অনুষ্ঠান। তার মধ্যে রয়েছে যেমন বেদপাঠ , গীতা পাঠ দুপুরে হবে প্রসাদ বিতরণ। আজ কামারপুকুর মাঠে শুধুমাত্র সেখানকার মানুষরা নয় দূর দূরান্ত থেকে বহু মানুষরা এসেছেন এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে। কারণ বর্তমান সময়ে যেভাবে হিংসা হানাহানি বেড়ে চলেছে তার থেকে শান্তি পাওয়ার উপায় একটাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বাণী অনুসরণ করা। মানুষজন আরও বেশি করে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসছেন ঠাকুর রামকৃষ্ণ দেব কে অনুসরণ করার জন্য।”
রাহী হালদার