যা শখ আছে মিটিয়ে নিন! আর ৫ বছর পর ‘মানবজাতি’ নাও থাকতে পারে! গুগলের AGI যা বলছে…শিউরে উঠবেন!
স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন রাজমিস্ত্রির কাজ সেরে সাইকেলে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাঁর সাইকেলে ধাক্কা মারে, তিনি বেসামাল হয়ে লড়ির নীচে চলে যান। তাঁর মাথার উপর দিয়ে লড়ির চাকা চলে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির।
advertisement
কানে জমে আছে হলুদ ‘ময়লা’? খোঁচাবেন না…! এই ৫ ঘরোয়া উপায়ে চুম্বকের মতো বেরিয়ে আসবে ‘ইয়ার ওয়াক্স’!
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে দেখে তারা বিক্ষোভে ফেটে পড়ে রাস্তা অবরুদ্ধ করে দেয়। জানা যায় মৃত ওই ব্যক্তির নাম পটু।এভাবে মৃত্যু হওয়ায় স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন, অবরুদ্ধ হয়ে যায় রাস্তা। ঘটনাস্থলে পৌঁছায় মাটিয়া থানার পুলিশ।
ঘটনাস্থলে এসে সাধারণ মানুষকে বুঝিয়ে আশ্বাস দেওয়ার পরে অবরোধ উঠে যায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাশাপাশি শিকড়া কুলিনগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোড়ারাস গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে পুলিশ প্রশাসনের একাধিক পথ নিরাপত্তা জনিত সতর্কতামূলক বার্তা, সচেতনতার পরেও কিভাবে একের পর এক পথ দুর্ঘটনা বেড়েই চলেছে প্রায় প্রকার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
জুলফিকার মোল্যা