উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দেবগড় এলাকার বিল্ল বিশ্বাস ৭০ বছরের বৃদ্ধা। তাঁকে বাড়িতে আটকে রেখে তাঁর বড় ছেলে উজ্জ্বল বিশ্বাস স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যান বলে অভিযোগ। চারদিন ধরে বাড়ি থেকে বেরোতে পারেননি বৃদ্ধা। শেষে পাঁচিল টপকে বাড়ি থেকে বের হতে গিয়ে চোট পেয়েছেন পায়ে। শনিবার তাঁর ছোট বৌমা এসে বনগাঁ থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন- নবান্নে উৎসবে কী হয় এই গ্রামে জানেন? দূর-দূরান্ত থেকে ছুটে আসেন মানুষরা…
এই বিষয়ে বিল্ল বিশ্বাস অভিযোগ করেছেন, তাঁর বড় ছেলে ও বৌমা এর আগেও তাঁর উপর অত্যাচার করত। চারদিন আগে বাড়ির গেটে তালা মেরে দিয়ে তাঁরা কোথায় চলে যায়! বাড়ি থেকে তিনি বেরোতে পারছেন না। রান্না করতে পারছেন না। তার উপরে যাতে আর নির্যাতন না করা হয় সেটাই চাইছেন তিনি।
আরও পড়ুন- নন্দীগ্রামে আসন সমঝোতা তৃণমূল-বিজেপির, বাতিল ভোট! শুভেন্দুর গড়ে এ কী কাণ্ড?
অন্যদিকে, স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন তাঁদের কাছে গিয়ে মা বিল্ল বিশ্বাস কান্নাকাটি করে এই কথা জানিয়েছেন। তিনি যেন সুষ্ঠুভাবে থাকতে পারেন সেটাই চাইছেন তাঁরাও।
-অনিরুদ্ধ কির্তনীয়া