উত্তর ২৪ পরগণার বাগদা ব্লকের আষারু গ্রাম পঞ্চায়েতের আমডোব উচ্চ বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বসেছে। সোমবার দুপুরে ওই ক্যাম্পে আমডোব এলাকার হযরত আলি মণ্ডল নামে ওই বৃদ্ধ হাজির হন। তিনি বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে এসেছিলেন। হঠাৎই স্কুল প্রাঙ্গণে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ক্যাম্পের কাছেই অবস্থিত এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক হযরত আলি মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: একই রাতে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরপর তিনটি বাড়িতে চুরি! এই শহর জুড়ে শোরগোল
এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত হযরত আলির ভাইপো বলেন, জেঠু অসুস্থ ছিলেন। বার্ধক্য ভাতার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়েছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সস্তার মেশিন কাপড়ের ভিড়ে টিকে থাকার লড়াইয়ে তাঁত শিল্পীরা
এই প্রসঙ্গে বাগদার বিডিও প্রসূন পরামানিক জানান, ঘটনাটা অত্যন্ত প্যাথেটিক। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে উনি এসেছিলেন, সেখানে অসুস্থ হয়ে পড়েন। স্বাস্থ্যকর্মীরা চেষ্টা করেছিলেন। পাশে ডাক্তারের কাছে নিয়ে গেলেও প্রাণ রক্ষা করা যায়নি। আমরা পরিবারের পাশে আছি। স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা হয়েছে। বিএমওএইচ-এর সঙ্গেও কথা হয়েছে। তিনি জানান, ওই ব্যক্তি বার্ধক্য ভাতার জন্য ক্যাম্পে এসেছিলেন কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।