TRENDING:

West Medinipur News: স্ত্রীর চোখের সামনে সব শেষ, লুটিয়ে পড়লেন বৃদ্ধ! মর্মান্তিক এমন ঘটনার সাক্ষী থাকল এই জেলা

Last Updated:

মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হল বৃদ্ধের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: চোখের সামনে ঘটল অঘটন। নিমেষেই সব শেষ, চোখের সামনে লুটিয়ে পড়লেন এই বৃদ্ধ। স্ত্রীর চোখের সামনে বাজ পড়ে মৃত্যু হল স্বামীর। আহত হয়েছেন স্ত্রীও। বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক এমন ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ির ঘৃতগ্রাম পঞ্চায়েতের বুড়িমহুল এলাকায়। অল্পের জন্য বেঁচেছে ছেলে।বৃহস্পতিবার পরিবারের সকলে মাঠে ধানের কাজ করতে গিয়েছিলেন। কাটা ধানের গোছা বাঁধার কাজ করছিলেন গ্রামের কয়েকজন। গ্রামের অন্যান্যদের পাশাপাশি এই পরিবারের তিনজন ছিলেন। বিকেলে।
বজ্রপাত
বজ্রপাত
advertisement

হঠাৎই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। বৃষ্টির সঙ্গে বাজ পড়তে থাকে। তখনও মাঠে কাজ করছিলেন তারা। হঠাৎই বাজ পড়লে মাঠেই লুটিয়ে পড়েন বৃদ্ধ। সামনে ছিলেন স্ত্রী। স্বামীকে লুটিয়ে পড়তে দেখে চিৎকার করে লোক জড়ো করেন। পাশেই মাঠে কাজ করছিল ছেলেও। ছুটে এসে অচৈতন্য অবস্থায় বাবাকে উদ্ধার করে খাজরা হাসপাতালে আনা হয়। চিকিৎসক মৃত ঘোষণা করেন।

advertisement

আরও পড়ুন: ঘণ্টা বাজাতে আর দরকার হবে না কারো! দুর্দান্ত অটোমেটিক বেল তৈরি করে সাড়া ফেললেন শিক্ষক

মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে রথু মাহাত নামে ৭৩ বছরের বৃদ্ধের। বাড়ি কেশিয়াড়ি থানা এলাকার ঘৃতগ্রাম পঞ্চায়েতের বুড়িমহুল এলাকায়। স্ত্রী জানান, “মাঠে কয়েকজন ধানের গোছা বাঁধার কাজ করছিলাম। হঠাৎই স্বামীকে লুটিয়ে পড়তে দেখি। আমিও আহত হই। হাসপাতালে আনলে চিকিৎসক মৃত বলে জানান। চোখের সামনেই স্বামীকে হারালাম।” ছেলে জানায়, ‘মাঠে কাজ করার সময় বাজ পড়ে। বাবাকে লুটিয়ে পড়তে দেখি। এমন ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি।’

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কেশিয়াড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। শুক্রবার দেহ ময়নাতদন্তে পাঠায়। এমন ঘটনায় শোকের ছায়া এলাকায়।

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলায় বসেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন! আসানসোলবাসীর জন্য দারুণ চমক
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: স্ত্রীর চোখের সামনে সব শেষ, লুটিয়ে পড়লেন বৃদ্ধ! মর্মান্তিক এমন ঘটনার সাক্ষী থাকল এই জেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল