খবর পেয়ে বলাগড় থানার পুলিশ গ্রামে পৌঁছায়। হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই মগড়া সৌমেন বিশ্বাস ঘটনাস্থলে যান। অভিযুক্ত সমরকে উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও সমর গ্রামের অনেকের সঙ্গে অশান্তি করেছে। গ্রামে সালিশি করে তাকে সাবধান করা হয়েছিল। কিন্তু মদ খেয়ে অশান্তি করা বন্ধ হয়নি। কলে জল নেওয়া, বাড়ি পাশ দিয়ে যাতায়াত করা নিয়ে বৃদ্ধার সঙ্গেও আজ বৃদ্ধা সেই অশান্তির বলি হল।
ঘটনার পর থমথমে ওই আদিবাসী গ্রাম। পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।
ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, ‘‘একটা ঘটনা হয়েছে হামজানপুর কাদাম ঘুটু গ্রামে। এক যুবক মদ্যপ ছিল। সে ঝামেলা করছিল। বৃদ্ধাকে কাঠের মুগুর দিয়ে মাথায় মারে। মহিলা পরে যায় তাকে আবার মারে। প্রত্যক্ষদর্শীরা ছাড়ানোর চেষ্টা করেন।মহিলাকে উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তকে আটক করা হয়েছে।সে হাসপাতালে চিকিৎসায় আছে। অভিযোগ নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত এগোবে।’’
সোমনাথ ঘোষ