কংক্রিটের চার দেওয়ালের গন্ডি ছাড়িয়ে একদিনের জন্য ঘুরে আসতে পারেন জঙ্গলমহল থেকে। বয়ে চলা ডুলুং নদীর শান্ত-স্নিগ্ধ রূপ, বিশাল শাল জঙ্গল, পাশেই হলুদ সর্ষের বন, মন ভাল করবে আপনার। সপ্তাহান্তে যদি ছুটি থাকে তবে ঘুরে আসুন জঙ্গলমহলে এই গ্রাম থেকে।
আরও পড়ুনঃ ফের আবহাওয়ার আমূল বদল, সকাল থেকে আকাশে মেঘে, ফের বৃষ্টি রাজ্যে? জানুন
advertisement
অফিসের কচকচানি, পরিবার সামলে ক্লান্ত? মন ভাল করার জন্য আপনার প্রিয় ডেস্টিনেশন হতে পারে এই জায়গা। ঝাড়গ্রাম জেলার জুনশোলা গ্রাম। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের অন্তর্গত এই গ্রাম। শীতের সময় এই গ্রামের অধিকাংশ মানুষ সর্ষের চাষ করেন। সবুজ বনাঞ্চলের মাঝে হলুদের সমারোহ। পাশাপাশি পাশ দিয়ে বয়ে চলেছে ডুলুং নদী। সেই নদীর পাড়ে হতে পারে বনভোজনের আয়োজন।
শহরকেন্দ্রিক মানুষজন বরাবরই পছন্দ করেন গ্রামকে। গ্রামের মানুষ সংস্কৃতি, সবুজে ঘেরা চারপাশ, মন কাড়ে সকলের। ঝাড়গ্রাম জেলার লোধাশুলি-রগড়া রুটে গোয়ালমারা বাস স্টপেজ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে জুনশোলা গ্রাম। গ্রামের মেঠো পথ, শান্ত নদীর জল পড়ার শব্দ, সবুজের ক্ষেত্র মন ভালো করবে আপনার। দুপুরে নদীর পাড়ে পিকনিক সেরে ঘুরে দেখতে পারেন বেলিয়াবেড়া বাঘেশ্বর মন্দির কিংবা সামান্য দূরেই রামেশ্বর, তপোবন-সহ নানান দেবদেবীর মন্দির। একদিনের ছুটিতে যারা ঘুরে আসার প্ল্যান করছেন, তারা অবশ্যই আসতে পারেন এই গ্রামে। স্থানীয়রা মনে করছেন, গ্রামীণ এলাকার স্বাদ নিতে চাইলে আসতেই হবে এই গ্রামে। একদিকে যেমন মন ভাল হবে আপনার, তেমনই গ্রামীণ এলাকায় গড়ে উঠবে স্থানীয় পর্যটন কেন্দ্র।
রঞ্জন চন্দ