পিংলার নয়াগ্রাম বিখ্যাত পটশিল্পের জন্য। পটুয়াদের রং তুলিতে এবং হাতের ছোঁয়ায় ফুটে ওঠে বিভিন্ন সামাজিক এবং পুরাণ কাহিনী, কখনও আবার সচেতনতামূলক নানা বিষয়। গোটা একটা গ্রামের বেশ কয়েকশো মানুষ নির্ভর পটশিল্পের উপর। যাঁদের উপার্জনের পথ পটের ছবি আঁকা। এই গ্রামে প্রতিদিন বহু পর্যটক আসেন এখানে। শুধু তাই নয়, পর্যটকদের পাশাপাশি আসেন পড়ুয়া, গবেষকরা। এবার পটশিল্প নিয়ে গবেষণার জন্য সুদূর ইতালির মিলান শহর থেকে এসেছেন এক দম্পতি। পটচিত্রের ইতিহাস বর্তমান প্রেক্ষাপট নিয়ে তাঁদের গবেষণা।
advertisement
ভারতীয় বংশোদ্ভূত ইতালির মিলানের বাসিন্দা উর্মিলা চক্রবর্তী। ২০১০ সাল থেকে তিনি পিংলার এই পটগ্রামে আসছেন। ইউরোপের একাধিক জায়গায় তিনি বিভিন্ন পটচিত্রের প্রদর্শনী করেছেন, লিখেছেন গবেষণাধর্মী নানা বই। প্রকাশ করেছেন একাধিক জার্নাল। শুধু তাই নয়, বিভিন্ন পটচিত্র প্রকাশ করেছেন ইতালিতে। মানুষের কাছে তুলে ধরেছেন ভারতীয় সংস্কৃতি ও প্রাচীন কলাকে। প্রায় দশ বছর ধরে তিনি গবেষণা করেছেন পটচিত্রের বিষয়।
প্রতিদিন বহু পর্যটকের আনাগোনা হয় এই শিল্প-গ্রামে। এ বারও এসেছেন ইতালির মিলান শহর থেকে। ফিরে গিয়ে লিখবেন একাধিক গবেষণাধর্মী লেখা। এভাবেই প্রাচীন এই শিল্প, পিংলার নয়াগ্রামের শিল্পীদের রুচি এবং তাঁদের হাতের কাজ ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে।