এলাকা সূত্রে জানা গিয়েছে, গত প্রায় চার মাস ধরে মহম্মদবাজার থেকে ঝাড়খণ্ড যাওয়ার রাস্তার পাশে বসে থাকতে দেখা যায় একটি বাচ্চা বানরকে। স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন রাস্তার পাশেই একটি গাছের মধ্যেই বসে রয়েছে বাচ্চাটি। ওই গাছ ছেড়ে অন্য কোথাও যাচ্ছে না। কিন্তু বেশ কয়েকদিন খাবার না পেয়ে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছিল বাচ্চাটি।
advertisement
আরও পড়ুন: গরমে গপগপিয়ে কলা খাচ্ছেন নাকি! এই সময়ে কলা খেলে কি হতে পারে শরীরে জানেন? শুনলে চমকে যাবেন!
দেখেই গ্রামবাসীরা উদ্যোগ নেন। তাঁরা ওই গাছে একটি ঝুড়ি ও জলের জায়গা বেঁধে খাবার ও জলের ব্যবস্থা করে দেন। তারপর থেকেই ওই এলাকাবাসী ও পথ চলতি মানুষজন আপেল, আঙ্গুর, বেদানা, আলু, বেগুন ও শসা-সহ বিভিন্ন ফল ও সবজি বানরের খাওয়ার জন্য ঝুড়িতে তুলে দেন। ইচ্ছে মতো সেই ঝুড়ি থেকে খাবার সংগ্রহ করেছে বানরটি। এলাকাবাসীরা জানান, গাছের মধ্যেই খাবার জোগান হয়ে যাওয়ায় ওই বাচ্চাটি আর অন্য কোথাও যায় না। ওই এলাকায় থাকে।
শুভদীপ পাল