নাম ঘোষণার পর থেকেই চলছিল মানসিক প্রস্তুতি।। রাজনীতির ময়দান তাঁর কাছে নতুন....নয়া ভূমিকায় নিজেকে মানিয়ে নিতে চেষ্টার ত্রুটি নেই। ইতিমধ্যেই মধ্যমগ্রামের দলীয় কার্যালয়ে নির্বাচনী কৌশল নিয়ে এক প্রস্ত আলোচনা সেরে ফেলেছেন। শনিবার শুরু করলেন প্রচার...নিজের কেন্দ্র বসিরহাটে।
কলকাতার বাড়ি থেকে বেরিয়ে লেক কালীবাড়িতে পুজো দিয়ে,খিদিরপুর মাজারে চাদর চড়িয়ে সোজা বসিরহাট। রাজনীতির ভাষায় কতটা সাবলীল...সেটা সময়েই বলবে। তবে বিরোধীদের নিয়ে প্রথমদিনই ছক্কা হাঁকাতে ছাড়লেন না তারকা প্রার্থী।
advertisement
বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি সরবেড়িয়া স্কুল মাঠে নুসরতকে দেখতে উপচে পড়ে ভিড়। উচ্ছ্বসিত দলীয় নেতা-কর্মীরাও। ফুল দিয়ে প্রার্থীকে স্বাগত জানান তাঁরা। প্রথমদিনের প্রচারে নবাগতা নুসরতের সঙ্গী পোড় খাওয়া দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও সুজিত বসু। সাদামাটা ভাষণে সন্দেশখালির মন জয় করে নিলেন নুসরত।
সন্দেশখালি থেকে মিনাখাঁর বামনপুকুর স্কুলের মাঠ। সেখান থেকে হাড়োয়া। শেষে বারাসত দু নম্বর ব্লকের শাসন। যেখানেই গেলেন নুসরত......উপচে পড়ল ভিড়। প্রচারের প্রথমদিনই সুপারহিট তারকা প্রার্থী।
Lok Sabha Elections 2019 : লেক কালী বাড়িতে পুজো, খিদিরপুর মাজারে প্রার্থনা, ভোটপ্রচারে নুসরত