নন্দীগ্রামের বাসিন্দা দীপালি জানা গত তিনদিন আগে নার্সিংহোমে কাজে যোগ দেয়।
এরপর গতকাল রাতে তার ঝুলন্ত মৃতদেহ নার্সিংহোমের চারতলায় একটি ঘর থেকে পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে চলে যায়। পরিবারের অভিযোগ, কেন তাদের আসার আগে পুলিশ তড়িঘড়ি মৃতদেহ তুলে নিয়ে চলে যায়।
advertisement
সকাল থেকে উত্তেজনা রয়েছে এলাকায়। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। মৃতের বাবা ও মা রাস্তায় বসে পড়ে। পুলিশের সামনে এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তিনদিন আগে কাজে যোগ দেওয়া একজন নার্সিং স্টাফের এইভাবে অস্বাভাবিক মৃত্যু শোরগোল ফেলে দিয়েছে হুগলির সিঙ্গুরে। পরিবার বিষয়টি মেনে না নেওয়ার পাশাপাশি এলাকার বাসিন্দারাও রীতিমতো এমন ঘটনায় স্তম্ভিত।
এমন ঘটনার প্রতিবাদে সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়ানোর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। আর এরই জেরে তারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। মৃত ওই নার্সের মা জানিয়েছেন, তিনি কিছুই বুঝতে পারছেন না কীভাবে কী হয়ে গেল। ট্রেনিং নিতে এসে এমনটা হবে তিনি কল্পনাও করতে পারছেন না। সুস্থ মেয়ের কীভাবে এমন পরিণতি হয় তা তাকে চিন্তায় ফেলে দেওয়ার পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন।