অজানা ভাইরাসে আক্রান্ত নার্স শারীরিক অসুস্থতা নিয়ে ২ জানুয়ারি কাটোয়ার এক চিকিৎসককে দেখিয়েছিল।কাটোয়ার ব্যক্তিগত চেম্বারে চিকিৎসক তরুণীকে চিকিৎসা করেছিল বলে জানা যায়। চিকিৎসক সিদ্ধেশ্বর গুপ্ত জানান একটি তরুণী এসেছিল জ্ঞান হারিয়ে অসুস্থতা বোধ করছিল বলে আমার কাছে চিকিৎসা করিয়েছিল। আমি অস্বাভাবিক কিছু দেখিনি। জ্বর,গা ব্যাথা বা অন্যকিছু অস্বাভাবিক উপসর্গ ছিল না।
advertisement
৩ জানুয়ারি তরুণী ফের সংজ্ঞাহীন হলে পরিবারের সদস্যরা কাটোয়া মহকুমা হাসপাতাল তরুণীকে নিয়ে আসে। কাটোয়া হাসপাতালের চিকিৎসকরা অবস্থা অবনতি দেখে তরুণীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে।তরুণীর অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তরুণীকে বারাসতে নারায়ণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা করে জানা যায় তরুণী নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
নিপা ভাইরাসে আক্রান্ত তরুণী নার্স বারাসাত নারায়ণ হাসপাতালে নার্সের কাজ করে। তরুণীর মা মঙ্গলকোটের কোঁয়ারপুর গ্রামে বাড়ি। ৩১ ডিসেম্বর তরুণী চাকরির পরীক্ষা দিতে গুসকরা শহরে গিয়েছিল। কাটোয়া শহরে ফ্লাট থাকলেও তরুণী গ্রামের বাড়িতে গিয়েছিল।
