TRENDING:

NIPAH Virus Positive: হুড়মুড়িয়ে বাড়ছে বাংলায়...! ভয়ঙ্কর ছোঁয়াচে NIPAH Virus-এ আক্রান্ত নার্স, ভর্তি হাসপাতালে, অবস্থা সঙ্কটজনক!

Last Updated:

NIPAH Virus Positive: বাংলায় হুড়মুড়িয়ে বাড়ছে নিপা ভাইরাস৷ এবার নিপা ভাইরাসে আক্রান্ত হলেন নার্স৷ অসুস্থ অবস্থায় কাটোয়ায় কার কার সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখতে স্বাস্থ্যদফতর একটি বিশেষ টিম গঠন করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রণদেব মুখোপাধ্যায়,কাটোয়া,পূর্ব বর্ধমান: বাংলায় হুড়মুড়িয়ে বাড়ছে নিপা ভাইরাস৷ এবার নিপা ভাইরাসে আক্রান্ত হলেন নার্স৷ অসুস্থ অবস্থায় কাটোয়ায় কার কার সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখতে স্বাস্থ্যদফতর একটি বিশেষ টিম গঠন করেছে।নিপা ভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদের স্বাস্থ্যের অবস্থার খোঁজ খবর নিচ্ছেন পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
বাদুড় যে ফল খায়, তার থেকে ছড়িয়ে পড়বে এই ভাইরাস৷ বাদুড় যে সব ফল খায়, সেগুলি এড়িয়ে চলুন৷ আধখাওয়া ফল খাবেন না কোনওমতেই৷ বাদুড়ে খাওয়া ফল যদি মিশে থাকে তাজা ফলের সঙ্গে, তাহলেও ছড়াবে সংক্রমণ৷ তাই গাছ থেকে পেড়েই হোক, বা বাজার থেকে কিনেই খান, ফল খাওয়ার সময় সতর্ক থাকুন৷
বাদুড় যে ফল খায়, তার থেকে ছড়িয়ে পড়বে এই ভাইরাস৷ বাদুড় যে সব ফল খায়, সেগুলি এড়িয়ে চলুন৷ আধখাওয়া ফল খাবেন না কোনওমতেই৷ বাদুড়ে খাওয়া ফল যদি মিশে থাকে তাজা ফলের সঙ্গে, তাহলেও ছড়াবে সংক্রমণ৷ তাই গাছ থেকে পেড়েই হোক, বা বাজার থেকে কিনেই খান, ফল খাওয়ার সময় সতর্ক থাকুন৷
advertisement

অজানা ভাইরাসে আক্রান্ত নার্স শারীরিক অসুস্থতা নিয়ে ২ জানুয়ারি কাটোয়ার এক চিকিৎসককে দেখিয়েছিল।কাটোয়ার ব্যক্তিগত চেম্বারে চিকিৎসক তরুণীকে চিকিৎসা করেছিল বলে জানা যায়। চিকিৎসক সিদ্ধেশ্বর গুপ্ত জানান একটি তরুণী এসেছিল জ্ঞান হারিয়ে অসুস্থতা বোধ করছিল বলে আমার কাছে চিকিৎসা করিয়েছিল। আমি অস্বাভাবিক কিছু দেখিনি। জ্বর,গা ব্যাথা বা অন্যকিছু অস্বাভাবিক উপসর্গ ছিল না।

advertisement

আরও পড়ুন-জানুয়ারিতেই বাম্পার ‘জ্যাকপট’…! মহালক্ষ্মী রাজযোগ সৌভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির, অর্থ-সম্পদের ফোয়ারা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

৩ জানুয়ারি তরুণী ফের সংজ্ঞাহীন হলে পরিবারের সদস্যরা কাটোয়া মহকুমা হাসপাতাল তরুণীকে নিয়ে আসে। কাটোয়া হাসপাতালের চিকিৎসকরা অবস্থা অবনতি দেখে তরুণীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে।তরুণীর অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তরুণীকে বারাসতে নারায়ণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা করে জানা যায় তরুণী নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

advertisement

আরও পড়ুন-নতুন বছরে কাঁপবে দুনিয়া…! মঙ্গলের দুঃসাহসিক চালে ভয়ঙ্কর দুঃসময় ৩ রাশির, বিপুল আর্থিক ক্ষতি, দুর্ঘটনার সম্ভাবনা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

নিপা ভাইরাসে আক্রান্ত তরুণী নার্স বারাসাত নারায়ণ হাসপাতালে নার্সের কাজ করে। তরুণীর মা মঙ্গলকোটের কোঁয়ারপুর গ্রামে বাড়ি। ৩১ ডিসেম্বর তরুণী চাকরির পরীক্ষা দিতে গুসকরা শহরে গিয়েছিল। কাটোয়া শহরে ফ্লাট থাকলেও তরুণী গ্রামের বাড়িতে গিয়েছিল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
NIPAH Virus Positive: হুড়মুড়িয়ে বাড়ছে বাংলায়...! ভয়ঙ্কর ছোঁয়াচে NIPAH Virus-এ আক্রান্ত নার্স, ভর্তি হাসপাতালে, অবস্থা সঙ্কটজনক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল