জঞ্জালে পাওয়া ভোটার কার্ডগুলির মধ্যে যেমন রয়েছে ওয়ার্ডের বাসিন্দাদের কার্ড। অন্য ওয়ার্ডেরও বাসিন্দাদের ভোটার আইডি কার্ড ছিল বলে জানা গিয়েছে। পথ চলতি মানুষেরা দেখতে পেয়ে স্থানীয় কাউন্সিলরকে খবর দেন। কাউন্সিলরের প্রতিনিধি এসে কার্ডগুলো নিজের হেফাজতে নিয়ে নেন। তাতে দেখা যায় নতুন ও পুরনো দুই রকমেরই কার্ড রয়েছে। তবে এই সব ভোটার কার্ড আসল না নকল, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে এই কার্ডগুলি কোথা থেকে এল, কী কাজে ব্যবহার করা হত প্রশ্ন উঠতে শুরু করেছে৷
advertisement
আরও পড়ুনঃ ভারতীয় টেস্ট দলের জার্সি গায়ে মেসি! নেট দুনিয়ায় ঝড় তুলল বিশ্বজয়ীর শেয়ার করা ছবি
রাস্তার পাশে জঞ্জালের আস্তাকুড়ে এই ভোটার কার্ড উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি শাসক ও বিরোধী রাজনৈতিক দলের তরজা শুরু হয়েছে কাঁথিতে। এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বলেন,"আমরা এই ঘটনা সম্পর্কে কিছু জানি না৷ রাস্তায় কোথায় ভোটার কার্ড পড়ে রয়েছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আমাদের কোনও উদ্দেশ্য নেই যে লোকের ভোটার কার্ড নিয়ে রাস্তায় ফেলে দেব৷ পুলিশকে বলব ঘটনার তদন্ত করতে৷ তদন্তের পরেই জানা যাবে ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে৷" কাঁথি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
SaikatShee